বাংলাহান্ট ডেস্ক : একটা সময় বাংলা ধারাবাহিক বিনোদন ক্ষেত্রে জোয়ার এনেছিল। নতুন ভাবে জেগে উঠে স্বাবলম্বী হতে শুরু করেছিল টলিউড। সৃষ্টি হয়েছিল এক ভিন্ন ধারার ক্ষেত্রের। কিন্তু বর্তমানে বাংলার টেলি জগতের অবস্থা খুব একটা ভালো নয়। নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ হয়ে যাচ্ছে অধিকাংশ ধারাবাহিক।
অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তিন-চার মাসের মধ্যেই শেষ করে দিতে হচ্ছে সিরিয়াল। জানা যাচ্ছে টিআরপি রেট কম থাকায় জি বাংলার দুটি জনপ্রিয় সিরিয়াল বন্ধ হতে চলেছে খুব শীঘ্রই। বাংলা টেলি জগতে টিআরপি এখন শেষ কথা বলে। সিরিয়ালের মান যতই ভালো হোক না কেন, টিআরপি রেটিং ভালো না হলে কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যাবে সেই ধারাবাহিকের পথ চলা।
আরোও পড়ুন : ২৫ লক্ষ ভুয়ো জব কার্ড, হিসেব নেই ৫৪ কোটির! ধর্নার দিন তৃণমূলকে পাল্টা দিলেন কেন্দ্রীয়মন্ত্রী
টিআরপি যদি ভালো থাকে তাহলে একটি ধারাবাহিক বছরের পর বছরও চলতে পারে। তবে টিআরপি রেটিং খারাপ হওয়ায় জি বাংলার দুটি সিরিয়াল খুব শীঘ্রই বন্ধের মুখে। দুটি সিরিয়ালের দর্শকদের রীতিমতো মন খারাপ এই খবর শুনে। জি বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ ধারাবাহিক ‘ইচ্ছেপুতুল'(Icche putul) এখনো এক বছর পার করেনি। তবে শোনা যাচ্ছে এই সিরিয়ালটি খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে চলেছে।
জি বাংলার আরও একটি সিরিয়াল ‘গৌরী এলো'(Gouri Elo) প্রথমদিকে খুবই জনপ্রিয়তা লাভ করেছিল। কিন্তু ক্রমশ টিআরপি রেটিং এ পিছিয়ে যাওয়ায় এই সিরিয়ালটিও বন্ধের মুখে। ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের অভিনেত্রী শ্বেতা মিশ্র সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলকে বলেছিলেন, “ইচ্ছে পতুল আর কদিন আছে জানি না। তবে মনে হচ্ছে এটি শেষের দিকে।”
অন্যদিকে জি বাংলার আরও একটি ধারাবাহিক ‘গৌরী এলো’ টিআরপি রেটিং এ বেশ খারাপ ফল করছে। একজন নাগরিক সম্প্রতি সিরিয়াল সংক্রান্ত ফেসবুক গ্রুপে এই ধারাবাহিক বন্ধের খবর দিয়েছেন। চ্যানেলের পক্ষ থেকে অফিশিয়ালি কিছু জানানো না হলেও, একাধিক সূত্র থেকে পরিষ্কার যে জি বাংলার এই দুটি ধারাবাহিক খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে চলেছে।