বাংলা হান্ট ডেস্কঃ কেরলের আলাপ্পুজায় ১২ ঘণ্টার মধ্যে দুই নেতার হত্যার পর উত্তেজনা ছড়িয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (SDPI) আর ভারতীয় জনতা পার্টির (BJP) দুই রাজ্য স্তরীয় বড় মাপের নেতাকে হত্যা করা হয়েছে। দুই নেতার হত্যার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে পাশাপাশি উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় এলাকায় ১৪৪ ধারাও জারি করা হয়েছে।
শোনা যাচ্ছে যে, রবিবার সকালে বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সচিব রঞ্জিত শ্রীনিবাসনকে হত্যা করে দেহ তাঁর বাড়ির সামনে ফেলে দেওয়া হয়। এরপর এলাকায় তুমুল আতঙ্ক ছড়ায়। পুলিশ জানিয়েছে যে, বিজেপি নেতা সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন, তখনই আটজনের একটি দল ওনার উপর হামলা চালায় আর ওনাকে মেরে ফেলে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই বিজেপি নেতার মৃত্যু হয়।
অন্যদিকে, SDPI-র রাজ্য সচিব শান কেএস-কে শবিবার অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা চাকু মেরে হত্যা করে। SDPI নেতা স্কুটারে করে বাড়ি ফিরছিলেন, তখনই তাঁর উপর হামলা হয়। পুলিশ জানায়, হামলাকারীরা প্রথমে ওনার দুই চাকার গাড়িতে ধাক্কা মেরে সেটিকে নিচে ফেলে দেয়, এরপর তাঁর উপর হামলা চালায়।
কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন এই ঘটনার নিন্দা করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়ায়র অনুমতি দেয় না। এরকম জঘন্য অপরাধ করা মানুষদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।