বড় খবরঃ জম্মু কাশ্মীরে ভারতীয় সেনার এনকাউন্টারে নিকেশ দুই জঙ্গি, এখনো চলছে অভিযান

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের কুলগাম জেলার দামন হাজীপোড়া এলাকায় সোমবার সকালে ভারতীয় সেনা (Indian Army) আর জঙ্গিদের মধ্যে এনকাউন্টার (Encounter) হয়। এই এনকাউন্টারে দুই জঙ্গি খতম হয়েছে। এনকাউন্টারের কারণে কুলগাম আর শোপিয়ান জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হয়। শোনা যাচ্ছে যে, এখনো কয়েকজন জঙ্গি এলাকায় লুকিয়ে আছে। সেনার তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতীয় সেনা গোপন সূত্রে খবর পেয়েছিল যে কুলগাম এর দামল হাজীপোড়া এলাকার খুর গ্রামে কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে।

গোপন খবর পাওয়ার পর জম্মু কাশ্মীর পুলিশ, সেনা আর সিআরপিএফ এর একটি সংযুক্ত দল প্রস্তুতি নেয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এলাকায় এখনো তল্লাশি অভিযান চালানো হচ্ছে। জঙ্গিদের চারিদিক থেকে ঘিরে ফেলার পর নিজেদের অসহায় ভেবে জঙ্গিরা সেনার উপর গুলি চালানো শুরু করে।

এরপর সেনাও দেরি না করে পাল্টা জবাব দেয়। সেনার পাল্টা হানায় দুই জঙ্গি খতম হয়। এখনো গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা। সুরক্ষার কারণে কুলগাম আর শোপিয়ান জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

সম্পর্কিত খবর

X