বাংলা হান্ট নিউজ ডেস্ক: আগামী মাসের ১৭ তারিখে স্পেনের মাটিতে আয়োজিত হতে চলেছে বিডব্লিউএফ অ্যাথলিটস কমিশনের নির্বাচন। সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারতের হয়ে দু বার অলিম্পিকে পদকজয়ী তারকা শাটলার পিভি সিন্ধু। সেই নির্বাচনের নয় জন মনোনীত প্রার্থীর মধ্যে অন্যতম একজন হলেন সিন্ধু। এই মুহূর্তে ইন্দোনেশিয়ার বালিতে রয়েছেন ভারতীয় তারকা। অংশ নিয়েছেন ইন্দোনেশিয়ান ওপেন প্রতিযোগিতায়।
২০২১ থেকে ২০২৫ সাল অবধি মেয়াদযুক্ত অ্যাথলিটস কমিশনের নির্বাচনে আয়োজিত হতে চলেছে ডিসেম্বর মাসের ১৭ তারিখ। একটি প্রেস রিলিজে এই ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়েছে অ্যাথলিটস কমিশনের গভর্নিং বডি। তারা জানিয়েছেন এই নির্বাচনে সিন্ধু-ই হলেন একমাত্র ক্রীড়াবিদ, যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময়ও একজন একটিভ ক্রীড়াবিদ হিসাবে থাকবেন। তারা আরও জানিয়েছেন যে, সিন্ধুই হলে ২০১৭ সালে নির্বাচিত ছয় মহিলা সদস্যের প্রথম জন।
এই নির্বাচনে সিন্ধু দেখা পাবেন পরিচিত আরও কয়েকজনের। নির্বাচনে তাকে সাহায্যের জন্য থাকবেন ইন্দোনেশিয়ার মহিলা ডাবলস প্লেয়ার ‘গ্রেসিয়া পল্লী’। ইনার কথা অবশ্য অ্যাথলেটিক্স নিয়ে একটু খোঁজ খবর যারা রাখেন, তাদের প্রত্যেকেই জানেন। চলতি বছরের টোকিও অলিম্পিকে বিশ্বের নজর কেড়েছিলেন তিনি। জিতেছিলেন স্বর্ণ পদক।
একটি সাক্ষাৎকারে পল্লী জানিয়েছেন “আমি সবসময় আমার সমসাময়িক খেলোয়াড়দের সাহায্য করতে ভালোবাসি। আন্তর্জাতিক সার্কিট তাদের স্বপ্ন সফল হলে আমিও তৃপ্তি পাই। সিন্ধুও তার ব্যতিক্রম নয়। সিন্ধু ছাড়া বাকি প্রতিদ্বন্দ্বীরা হলেন স্কটল্যান্ডের ‘অ্যাডাম হল’, মিশরের ‘হাদিয়া হোসনি’, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘আইরিশ ওয়াং’, কোরিয়ার ‘কিম সোয়ঙ্গ’, নেদারল্যান্ডসের ‘রবিন তাবেলিং’, ইরানের ‘সোরায় আগায়েহাজিঘা’, চায়নার ‘ঝেঙ সি ওয়েই’।