Bangla Hunt Desk: কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়ল। চুরির ঘটনায় নাম জড়াল তৃণমূল (All India Trinamool Congress) নেতার। সবংএর চাঁদকুড়ির এক ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তদন্তে নেমেছে পুলিশ। এমনকি দোষীদের আদালতেও তোলা হয়েছে।
দোকানে চুরির ঘটনা
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার মধ্যরাতে সবংএর (Sabang) চাঁদকুড়ির নতুন চালু হওয়াএকটি মোবাইল, ল্যাপটপ ইত্যাদি বৈদ্যুতিন সামগ্রিক দোকানে হানা দেয় বেশ কয়েকজন। দোকানের তালা ভেঙ্গে বেশকিছু মূল্যবান জিনিস নিয়ে পালানোর সময় রাস্তায় টহলদারী পুলিশের হাতে ধরা পরে। পুলিশের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করে তাঁদের থানায় নিয়ে যায়।
গ্রেপ্তার তৃণমূল নেতা
পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম জয়ন্ত বেরা ও প্রঽল্লাদ দাস। ধৃত জয়ন্ত বেরা সবংএর চাঁদ কুড়ি বুথের কার্যকরী সভাপতি এবং প্রঽল্লাদ দাস হলেন ওই এলাকার একজন সক্রিয় তৃণমূল কর্মী। তবে তাঁদের সঙ্গে থাকা বেশ কয়েকজন পালিয়ে যাওয়ায়, তাঁদেরও খোঁজ চলছে। বড় বাজার থেকে তেমাথানি হয়ে দেহাটি রুটে রাতে পুলিশের সঙ্গে সিভিক পুলিশরাও পেট্রোলিংয়ে থাকাকালীন তাঁদের গ্রেপ্তার করেছে।
তোলা হয় আদালতে
ধৃত দুজন মানস বাবুর গোষ্ঠীর হওয়ায় রবিবার তাঁদের অনেক বার করে জামিন করার চেষ্টা হলেও, পুলিশ সরাসরি জানিয়েছে দেয়- এই ঘটনায় জামিন দেওয়া সম্ভব নয়, অপরাধীদের আদালতই বিচার করবে। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হয় বিচারের জন্য।
কটাক্ষ করলেন বিজেপি নেতা
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সবং পশ্চিম মণ্ডলের বিজেপি সভাপতি দীপক খাটুয়া কটাক্ষ করে বলেছেন, ‘পূর্বেও চাঁদকুড়ি বাজারে বেশ কিছু চুরির ঘটনা প্রকাশ্যে এসেছে। কিন্তু তৃণমূল নেতারা যে এই চুরির ঘটনায় লিপ্ত, তা স্বপ্নে ও ভাবিনি। তদন্ত করলে জানা যাবে, আরও শাসক দলের অনেক কর্মকর্তারাই হয়ত এর সাথে জড়িত। সাধারণ মানুষ ঠিক এর জবাব দেবে’।