একইদিনে দুটি শুট আউট! পুরুলিয়া, পানিহাটিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু দুই কাউন্সিলরের

বাংলা হান্ট ডেস্কঃ কদিন আগেই হয়েছে পুরভোট। রাজ্যের প্রায় প্রতিটি পুরসভায় উড়েছে সবুজ পতাকা। তৃণমূলের ঝড়ে উড়ে গিয়েছে বিরোধীরা। একদিকে, তৃণমূল যখন সেই বিশাল জয়ের আনন্দ পালনে ব্যস্ত। তখন সবুজ শিবিরে নেমে এল শোকের ছায়া। রবিবার রাতে সদ্য জয়ী দুই কাউন্সিলর গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনারই প্রাণ গিয়েছে।

একটি ঘটনা ঘটেছে পুরুলিয়ার ঝালদায়। সেখানে রবিবার সন্ধ্যায় ঝালদার কাউন্সিলর তপন কান্দুকে মোটর বাইকের করে এসে দুষ্কৃতীরা গুলি করে চম্পট দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় ওনাকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে তাঁকে রাঁচিতে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে যে, রাঁচি যাওয়ার আগেই কাউন্সিলরের মৃত্যু হয়।

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে পানিহাটিতে। সেখানেও সন্ধ্যায় তৃণমূলের কাউন্সিলরের মাথা লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় কাউন্সিলরকে প্রথমে সাগরদত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তৃণমূলের কাউন্সিলর অনুপম দত্তের।

ঘটনা দুটিতে ব্যক্তিগত শত্রুতা রয়েছে নাকি গোষ্ঠীদ্বন্দ্ব তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি রাজনৈতিক হিংসার অভিযোগ রয়েছে নাকি, সেটা নিয়েও তদন্ত চলছে। আপাতত এই দুটি ঘটনাকে কেন্দ্র করে দুই এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি তৃনমূল কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে শোকের ছায়াও নেমে এসেছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর