শিয়ালদহ স্টেশনের কাছে দুই ট্রেনের সংঘর্ষ! অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সকালের ব্যাস্ততার মাঝে ঘটল দুর্ঘটনা( Accident )! শিয়ালদহ (Sealdah) স্টেশনের কাছে দুই ট্রেনের সংঘর্ষ (Collision)। দুটি ট্রেনের মধ্যে একটি শিয়ালদার ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে রানাঘাট লোকাল ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি খালি ট্রেন কারশেডের দিকে যাচ্ছিল।

রেল সূত্রে খবর, পাশাপাশি লাইনে থাকা দুটি ট্রেনের মধ্যে ধাক্কা লাগে। জানা গিয়েছে, হঠাৎই রেলের লাইন থেকে রানাঘাট লোকালের চাকা বেরিয়ে পাশের লাইনের দিকে চলে যায়। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই ট্রেন দুটি দাঁড়িয়ে পড়ে।

প্রথম ট্রেনটি যেটি কারশেডের দিকে যাচ্ছিল, তাতে কোনও যাত্রী ছিলেন না। তবে, দ্বিতীয় ট্রেনটি ছিল রানাঘাট লোকাল, তাতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে, কোনও যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে স্বস্তি জাগিয়ে খবর এদিন সকালের দুর্ঘটনায় কোনো যাত্রী আহত হন নি । ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ট্রেন থেকে দ্রুত যাত্রীদের নামিয়ে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটনা ঘটেছে তার কারণ খতিয়ে দেখার চেষ্টা করছেন রেলের আধিকারিকরা। পর পর দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। লাইন থেকে চাকা বেরিয়ে গিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলেও মনে করছেন রেল কর্তৃপক্ষ সহ যাত্রীরা।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X