বাংলার গর্ব এবার ‘গুগল’-এ, ২২ বছরেই ৫০ লক্ষ টাকার চাকরী পেলেন দুই যমজ ভাই

বাংলাহান্ট ডেস্কঃ ছোট থেকেই সবকিছু একসঙ্গে করেছেন দুই ভাই সপ্তর্ষি মজুমদার এবং রাজর্ষি মজুমদার। যমজ ভাই হওয়ার দৌলতে ছোট থেকেই দুজনে একসঙ্গে বেড়ে ওঠা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্য়ালয় পেরিয়ে আজ ‘গুগল’ (google)-এ একসঙ্গে কাজের সুযোগ পেলেন দুই ভাই। বেতন পাবেন বছরে ৫০ লক্ষ টাকা।

বঙ্গ সন্তান হলেও, বাবার চাকরী সূত্রে সপ্তর্ষি এবং রাজর্ষির ছোটবেলা কেটেছে ঝাড়খন্ডে। দেওঘরে বোকারো স্টিল সিটি হাই স্কুল থেকে পাশ করে ভর্তি হন অন্ধ্রপ্রদেশে এসআরএম বিশ্ববিদ্য়ালয়ে। সেখানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশুনা করে স্নাতক ডিগ্রি অর্জন করেন একসঙ্গেই।

329924 dil

এরপর ক্য়াম্পাস প্লেসমেন্ট থেকেই গুগলে চাকরী পেলেন এই দুই যমজ ভাই। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁদের কলেজের কোন ছাত্র এই প্রথম কেউ এতো বেশি প্যাকেজের চাকরি পেলেন। তাঁদের শুরুতেই পোস্টিং পড়েছে জাপানে। মাত্র ২২ বছর বয়সেই এই চাকরী পেয়ে ভীষণ আনন্দিত দুই ভাই।

hbvvb

তাঁরা জানিয়েছেন, ‘সত্যি এখনও স্বপ্নের মতই লাগছে যে আমরা দুজনে একই জায়গায় চাকরী করব। কখনও ভাবতে পারিনি দুজনে একসঙ্গে এতো বেশি বেতনের চাকরী পাব। ছোট থেকে একসঙ্গে স্কুল, কলেজ পেরিয়ে আজকের দিনে আমরা একসঙ্গে চাকরীও করব- খুবই ভালো লাগছে’। জানা গিয়েছে, বছর ঘুরতেই মোট প্রায় ১ কোটি টাকা বেতন পাবেন দুই ভাই।

Smita Hari

সম্পর্কিত খবর