বাংলাহান্ট ডেস্কঃ প্রতিদিনই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে নানান দুর্নীতির বিষয়ে প্রকাশে আসছে। এবার অভিযোগ উঠল ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ফর্ম ফিলাপের জন্য নেওয়া হচ্ছিল টাকা! এই অভিযোগে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার বেশ কয়েকজন। এমনকি ঘটনার জেরে পলাতক ২ অভিযুক্ত।
বিধানসভা নির্বাচনের পূর্বে বাংলার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ঘোষণা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেইমত ক্ষমতায় এসেই গত ১৫ ই আগস্ট থেকে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্পের ফর্ম বিলি শুরু করা হয়। কিন্তু দেখা যায় কিছু জায়গায় ফর্ম ফিলাপের নাম করে টাকা নেওয়া হচ্ছে মহিলাদের থেকে।
শিলিগুড়ি শহরের শিবমঙ্গল স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল। সেখানেই পাওয়া যাচ্ছিল এই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ফর্ম। ক্যাম্পের কাজকর্ম খতিয়ে দেখতে সেখানে আচমকাই উপস্থিত হন পুরসভার প্রশাসকমণ্ডলীর প্রধান গৌতম দেব। সেখানে গিয়ে দেখেন, এক যুবক ফর্ম ফিলাপ করিয়ে দেওয়ার নাম করে টাকা নিচ্ছে মহিলাদের থেকে। তৎক্ষণাৎ গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
এই একই ঘটনা ঘটতে দেখা যায় জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জ গার্লস হাইস্কুল চত্ত্বরেও। সেখানে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে ‘লক্ষ্মী ভাণ্ডার’ প্রকল্পের ফর্ম ফিলাপ করিয়ে দেওয়ার জন্য ২০-৩০ টাকা করে নিচ্ছিলেন এক মহিলা। তাঁকে চেপে ধরতে সে জানায়, ‘সরকারি প্রকল্পের ফর্ম ফিলাপ করে দিলে এরকম ২০-৩০ টাকা দিতে হয়’।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রাজগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত ওই মহিলাকে গ্রেফতার করা হলেও, সেখান থেকে পালিয়ে যান আরও দুই অভিযুক্ত।