মালদায় দুই মহিলাকে নগ্ন করে মারধরের ঘটনায় কড়া প্রতিক্রিয়া BJP-র! কি বলছে তৃণমূল?

বাংলা হান্ট ডেস্কঃ মালদার (Malda) বামোনগোলায় দুই মহিলাকে বিবস্ত্র করে বেধড়ক মারধরের ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। মণিপুরের চিত্র যেন ভেসে উঠল বাংলায়। আর মঙ্গলবারের এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু রাজনৈতিক তরজা। (যদিও ভাইরাল হওয়া সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট)। এই ঘটনা নিয়ে এবার তীব্র নিন্দা করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। কড়া প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও (Smriti Irani)।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে অমিত মালব্য টুইটে লিখেছেন,’পশ্চিমবঙ্গে আতঙ্ক অব্যহত। মালদায় দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। এঘটনার সময় নীরব দর্শকের ভূমিকায় ছিল রাজ্য পুলিশ। ১৯ জুলাই সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।’ অন্যদিকে, এই ঘটনা নিয়ে কংগ্রেস ও তৃণমূলকে একজোটে আক্রমণ করেছেন স্মৃতি ইরানি।

অন্যদিকে, পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূলও। ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) বলেন,’ একটা হাটে অনেক মানুষ। যেই দুই জন মহিলা চোর ছিলেন, তাদেরকে পাঁকড়াও করেন যারা, তারাও মহিলা পুলিশ কর্মী। তাদের গ্রেফতার করার সময়, ধস্তাধস্তি হয়। বেচারারা সবাই গরীব।ধস্তাধস্তিতে কাপড় সরে যায়। এখানে রাজনীতির কি আছে? এই ঘটনাকে রাজনীতির চশমায় কেন দেখা হচ্ছে?’

তিনি আরও বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য, ঘটনাস্থলে উপস্থিত থাকা সিভিক পুলিশও এগিয়ে যায় , কিন্তু মহিলারা নিজের হাতে আইন-শৃঙ্খলা তুলে নিয়েছে। এটা তো ঠিক নয়। যাই হোক এটির অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।”

viral video

কি ঘটেছিল? রাজ্য-রাজনীতির উত্তাল পরিস্থিতির মাঝেই মালদার (Malda) বামোনগোলায় থানার পাকুয়াহাটে দুই মহিলাকে বিবস্ত্র করে বেধড়ক মারধরের ঘটনা ঘটে। করা হয় জুতোপেটাও। সূত্রের খবর, মঙ্গলবার হাটে পকেটমার সন্দেহে প্রথমে ওই দুই মহিলাকে আটক করা হয়। এরপরই চোর, অভিযোগ তুলে দুই মহিলার ওপর চড়াও হয় উন্মত্ত জনতা।

জুতো দিয়ে, চুলের মুঠি ধরে বেধড়ক প্রহার চলে ওই দুই মহিলার ওপর। মারের চোটে পরনে থাকা শাড়ি, ব্লাউজ খুলে মাটিতে লুটোচ্ছে। কিন্তু, তাতেও থামছেনা লোকজন। নগ্ন অবস্থাতেই চলছে মার। ব্যথায় যন্ত্রনায় হাউহাউ করে কেঁদে চলেছেন দুই মহিলা।

কেউ কেউ আবার এই ঘটনার ভিডিও করে ছেড়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়েছে জেলাজুড়ে। সূত্রের খবর, নির্যাতিত দুই মহিলা মালদার মানিকচকের বাসিন্দা।

জানা যায় এদিনের খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিভিক ভলান্টিয়াররা। তবে কোনও মতেই উত্তপ্ত জনতাকে শান্ত করা যায়নি। অন্যদিকে এই নিয়ে পুলিশের দাবি, ভিডিওটি তাদের নজরে আসার পরেই তারা ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন। প্রাথমিক তদন্তে দেখা গেছে যে দুই মহিলা চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিলেন। এর জেরেই স্থানীয় মহিলা ও দোকানদাররা তাদের মারধর করে। পরে ছেড়ে দেয়। পুলিশে কোনো অভিযোগ করা হয়নি। তদন্ত করা হবে। পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে।

অন্যদিকে, দুই নির্যাতিতার পরিবারের দাবি, হাটে লেবু বিক্রি করতে গিয়েছিলেন দুই জা। সেইসময় চোর সন্দেহে তাদের বিবস্ত্র করে মারধর করা হয়। এমনকি চুরির অভিযোগে দুই মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানায় পরিবার।

ad

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর