বৃহন্নলা সেজে তোলাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই যুবক, ধরে নিয়ে গেল পুলিশ

বাংলাহান্ট ডেস্কঃ শারীরিক ভাবে বৃহন্নলা না হয়েও, এই ছদ্মবেশ ধরেই টাকা আদায় করছিল দুই যুবক। বিষয়টি জানাজানি হতেই খবর দেওয়া হয় আসল বৃহন্নলাদের। আর তারপর তারাই এসে ওই দুই যুবকের পর্দা ফাঁস করে পুলিশের হাতে তুলে দেন।

এমনই ঘটনা ঘটল কোচবিহারের তুফানগঞ্জের (tufanganj) রানীর হাট এলাকার বাজার এলাকায়। অভিযোগ উঠেছে, বৃহন্নলার ছদ্মবেশ ধরে যুই যুবক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা হাতাতো। প্রথম প্রথম তাঁদের বৃহন্নলা ভেবে অনেকেই টাকা দিতেন। কিন্তু তাঁদের এই কাজে বাঁধ সাধল তুফানগঞ্জ বাজারে কাপড় ব্যবসায়ীরা।

351117 untitled 2021 10 23t180102.876

সেখানে যেতেই ব্যবসায়ীরা তাঁদের চিনে ফেলে। আর সঙ্গে সঙ্গে ফোন করে আসল বৃহন্নলাদের ফোন করে সবটা জানায়। এরপর আসল বৃহন্নলারা এসে ওই দুই যবকের কাপড় খুলে গামছা পড়িয়ে গোটা বাজার ঘুরিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

এই ঘটনা প্রসঙ্গে তুফানগঞ্জের এক কাপড় ব্যবসায়ী বলেন, ‘এই নকল বৃহন্নলাদের ধরতে ফাঁদ পেতেছিল আসল বৃহন্নলারা। তারপর আজ সুযোগ পেয়ে তাঁদের ধরে চুল কেটে, কাপড় খুলে গামছা পড়িয়ে সারা বাজার ঘোরায়, আর তারপর পুলিশের হাতে তুলে দেয়’।

এবিষয়ে কোচবিহার জেলার বৃহন্নলা সমাজের প্রতিনিধি চাঁদনি বিশ্বাস জানান, ‘বেশকিছুদিন ধরে কয়েকজন যুবক বৃহন্নলার বেশে মানুষের বাড়িতে গিয়ে এমনকি বাজারে গিয়ে লোকেদের থেকে জোর করে টাকা আদায় করছিল। আর সবাই ওদের বৃহন্নলা ভেবেই টাকা দিচ্ছিল। আজ সেইভাবে ওরা তুফানগঞ্জ বাজারে এসে উৎপাত করায় স্থানীয়রা আমাদের খবর দেয়। তারপর আমরা সেখানে গিয়ে ওদের ধরে আইনের হাতে তুলে দিই। আইন যা শাস্তি দেওয়ার দেবে’।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর