ভগবান তুনগনাথ মন্দিরে পৌঁছে পুজো ও যজ্ঞ করলেন UAE ক্ৰাউনপ্রিন্সের প্রতিনিধি আল রশিদ!

সংযুক্ত আরব অমিরাত (UAE) এর ক্রাউন প্রিন্স শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের প্রতিনিধি ও বড়ো ব্যবসায়ী মহম্মদ আলী রশিদ আলবাদ উত্তরাখণ্ডের তুনগনাথ মন্দিরে পূজা-অর্চনা করে। শনিবার উনি যজ্ঞ করে ভগবানকে রূপর ছাতা ও লাঠি অর্পণ করে। ব্যবসায়ী আলী রশিদ তুংনাথের জাঁকজমক ও সৌন্দর্যে অবাক হন। উনি বলেন তুংনাথের প্রতি তিনি প্রচণ্ড ভক্তি রাখেন। আলী রশিদ চার্টার্ড হেলিকপ্টারের মাধ্যমে।সেখান অবধি পৌঁছেছিলেন।

উখিমটে পৌঁছানো আলী রশিদের স্বাগত করার জন্য বদ্রিনাথ-কেদারনাথ মন্দির পদঅধিকারীদের সাথে সাথে জেলা প্রশাসনের লোকেরাও উপস্থিত ছিল। এরপর তিনি গাড়ি করে চোপতা পৌঁছায় আর তারপর সেখান থেকে ৩ কিলোমিটারের আরোহণ করে তুংনাথ ধামে পৌঁছায়। আসলে ওনার দেরাদুন হয়ে তুংনাথে যাওয়ার কথা ছিল কিন্তু তিনি দিল্লী থেকে সোজা তুনগনাথে পৌঁছায়। উনি মোটামুটি ২ ঘন্টা ধরে মন্দিরে বিশেষ পূজা করেন।

এই কারণে সেখানে ভান্ডারার আয়োজন করা হয়েছে। বিকেলের ওই ৫ টা নাগাত তিনি দিল্লীর জন্য রওনা দেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী আলী রশিদ ৮২৯ মিটারের পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা এবং দ্যা দুবাই মলের ডেভেলপার । UAE এর সবচেয়ে বড় রিয়েল ইস্টেট ব্যবসায়ীদের মধ্যে উনাকে ধরা হয়। তিনি ৫৮৩  কোটি ডলার রেভেনিউ সম্পন্ন কোম্পানি ইমার প্রপার্টিজের সংস্থাপক।
তুংনাথ মন্দির পঞ্চ-কেদার মন্দিরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় অবস্থিত শিব মন্দির। এটি মোটামুটি হাজার বছর পুরোনো। এই মন্দিরের স্থাপনার ইতিহাস পাণ্ডবদের সঙ্গে জড়িত আছে। এমনকি রামায়নেও এর উল্লেখ পাওয়া যায়।


সম্পর্কিত খবর