এক ধাক্কায় ১২ শতাংশ বাড়বে ভাড়া, পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধিতে চাপে পড়তে চলেছে আমজনতা

বাংলাহান্ট ডেস্ক : প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থায় রাদতায় বেরিয়ে খানিক অন্তত স্বস্তির আশায় সাধারণ ট্যাক্সির বদলে অ্যাপ ক্যাব বুক করলেন আপনি, তারপর সেই ক্যাব আসার পর দেখা গেল তেলের দামের কারণ দেখিয়ে গাড়ির এসি চালাতে মোটেই রাজি নন চালক। তারপরই শুরু তুমুল বাকবিতণ্ডা। এই দৃশ্য বর্তমানে অতি পরিচিত হয়ে দাঁড়িয়েছে শহর কলকাতায়। এহেন সমস্যার সমাধান খুঁজতেই এবার অ্যাপ ক্যাবের ভাড়া ১২% বাড়ানোর সিদ্ধান্ত নিল উবর।

শনিবার উক্ত অ্যাপ ক্যাব সংস্থার কেন্দ্রীয় পরিচালন বিভাগের প্রধান নীতিশ ভূষণ জানান, ‘পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে সমস্যা হচ্ছে চালকদের। সেই কারণেই এসি চালাতে চান না তাঁরা। পুরো বিষয়টি পর্যালোচনা করেই কলকাতায় ট্রিপ পিছু ভাড়া ১২% বাড়ানো হচ্ছে।’ তিনি আরও জানান, ‘আগামী কয়েক সপ্তাহ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির দিকে নজর রাখা হবে। তারপর নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।’

এই ভাড়া বৃদ্ধির পরও কোনও ক্যাব চালক এসি চালাতে রাজি না হলে তখন তাঁর বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে বলেই জানিয়েছেন সংস্থার সেফটি কমিউনিকেশন বিভাগের প্রধান আকাশ আগরওয়াল। যদিও এই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তে মোটেই সন্তুষ্ট নন অ্যাপ ক্যাবের চালকরা। এই নিয়ে সোচ্চার হয়েছে একাধিক অ্যাপ ক্যাব ইউনিউয়নের নেতৃত্বও। তাঁদের দাবি, ‘ট্রিপ পিছু ১২% ভাড়া বৃদ্ধির ফলে ভাড়া প্রতি কিলোমিটারে ১১ টার বদলে গিয়ে দাঁড়াবে ১৪ টাকার কাছাকাছি। কিন্তু ভাড়া কিলোমিটার পিছু ২২-২৩ টাকা না হলে এসি চালানোর খরচ কুলোনো একপ্রকার সম্ভব নয়।’

uber

সরকারি নির্দেশিকা নিয়ে আগামী ৬ এপ্রিল পরিবহন সচিবের সঙ্গে ক্যাব সংস্থার একটি বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে ক্যাব চালক সংগঠনের প্রতিনিধিদেরকেও। এআইটিউসি এর অ্যাপ ক্যাব সংগঠনের নেতা নওলকিশোর শ্রীবাস্তবের দাবি, ভাড়া ও কমিশন নিয়ে স্বচ্ছতা আনতে হবে সংস্থাগুলিকে। এই একই দাবি জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটার্স গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবার সংস্থার নিজের কমিশন কমানোর দাবিতে সোচ্চার হয়েছে সিটুর ইন্দ্রজিৎ ঘোষ। যাই হোক, প্রবল দাবদাহের মধ্যে এসি বিভ্রাট, ভাড়া বৃষ্টি ইত্যাদির ফলে যে সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকেই তা বলাই বাহুল্য।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর