স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে চিন্তা কমল রাজ্যের পড়ুয়াদের, এল বড় সুসংবাদ

বাংলাহান্ট ডেস্কঃ পুজোর মুখেই বাংলার পড়ুয়াদের জন্য আরও এক সুখবর শোনাল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের (student credit card) বিষয়ে চুক্তি হল আরও এক রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের সঙ্গে। জানা গিয়েছে, ইউকো ব্যাংকের সঙ্গে এই চুক্তির ফলে এবার আবার দ্রুত গতিতে পড়ুয়াদের লোন দেওয়ার কাজ চলবে।

পুজোর মুখেই ইউকো ব্যাংকের সঙ্গে চুক্তি করার পর, পুজোর পর আরও একটি রাষ্ট্রয়ত্ত ব্যাংকের সঙ্গে চুক্তির পরিকল্পনা রয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের। যার ফলে, দুটি বেসরকারি ব্যাংক এবং দুটি রাষ্ট্রয়ত্ত ব্যাংকের মাধ্যমে রাজ্যের প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে শিক্ষাবিষয়ক লোন দেওয়া যাবে।

student credit card 2 630x420 1

প্রথম দিকে রাজ্য সরকার দ্বারা ঘোষিত এই প্রকল্পের ক্ষেত্রে লোন দেওয়ার বিষয়ে কিছুটা পিছিয়ে ছিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। প্রথমত সব ব্যাঙ্ক লোন দেওয়ার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করছিল না, তার উপর সরকার গ্যারেন্টার হওয়া সত্ত্বেও কিছু কিছু ব্যাঙ্ক পড়ুয়াদেরকে কিছু জিনিস বন্দক রাখার কথা বলছি- এমন অভিযোগ ঝুড়ি ঝুড়ি এসেছিল সরকারের কাছে।

এরপর মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছিলেন, ব্যাঙ্ক কর্তৃপক্ষ যদি রাজ্য সরকারের প্রকল্পের সহযোগিতা না করে, তাহলে সরকার সেই সকল ব্যাঙ্ক থেকে সমস্ত অ্যাকাউন্ট তুলে নেবে। এই হুঁশিয়ারি পাওয়ার পর এগিয়ে আসে ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং সরকারের এই প্রকল্পের মান্যতা দিতে থাকে এক এক করে।

বর্তমান সময়ে দুটি বেসরকারি ব্যাংক এবং নতুন একটি রাষ্ট্রয়ত্ত ব্যাংকের সঙ্গে চুক্তি করার ফলে পূর্বে এক হাজারেরও বেশি পড়ুয়া এবং এখন প্রায় দুহাজারের কাছাকাছি পড়ুয়া এই লোনের সুবিধা পাবেন। পুজোর পর আরও একটি রাষ্ট্রয়ত্ত ব্যাংকের সঙ্গে চুক্তির পর এই সংখ্যা অনেক বেড়ে যাবে।

Smita Hari

সম্পর্কিত খবর