বাংলাহান্ট ডেস্ক : কলকাতায় একাধিক পদে নিয়োগ করতে চলেছে UCO Bank। UCO Bank’র পক্ষ থেকে ইতিমধ্যেই জারি হয়েছে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাধিক পদে চুক্তিভিত্তিক নিয়োগ হবে কলকাতায় ব্যাংকের সদর দফতরে। ইচ্ছুক প্রার্থীদের আবেদন জানাতে হবে অনলাইন মাধ্যমে।
লোক নিচ্ছে UCO Bank’য়ে
কোন পদে নিয়োগ: চিফ রিস্ক অফিসার (সিআরও), ডেটা প্রটেকশন অফিসার, চিফ ম্যানেজার-ডেটা অ্যানালিস্ট, ম্যানেজার ডেটা অ্যানালিস্ট, সিনিয়র ম্যানেজার-ক্লাইমেট রিস্ক, ম্যানেজার ইকোনমিস্ট, অপারেশনাল রিস্ক অ্যাডভাইজ়ার এবং ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজ়ার পদে নিয়োগ (Recruitment) করা হবে।
মোট শূন্য পদের সংখ্যা: ১২টি
বয়সসীমা: চিফ রিস্ক অফিসার (সিআরও), ডেটা প্রটেকশন অফিসার, চিফ ম্যানেজার-ডেটা অ্যানালিস্ট, ম্যানেজার ডেটা অ্যানালিস্ট, সিনিয়র ম্যানেজার-ক্লাইমেট রিস্ক এবং ম্যানেজার ইকোনমিস্ট পদে আবেদনকারীদের বয়সসীমা থাকতে হবে যথাক্রমে ৪০-৫৭, ৪০-৫৫, ৩০-৪৫, ২৫-৩৫, ২৫-৪০, ২৫-৩৫ বছরের মধ্যে। অপারেশনাল রিস্ক অ্যাডভাইজ়ার এবং ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজ়ার পদে আবেদনের জন্য বয়সসীমা যথাক্রমে ৬৫ এবং ৬২ বছরের মধ্যে।
আরোও পড়ুন : আজকের রাশিফল ১১ নভেম্বর, ভাগ্যের চাকা ঘুরবে এই চার রাশির
মাসিক বেতন: পদ অনুযায়ী বেতন ভিন্ন। মূল বিজ্ঞপ্তি দেখুন বেতন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানার জন্য।
শিক্ষাগত যোগ্যতা: ডেটা প্রোটেকশন অফিসার পদে আবেদন জানানোর জন্য প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। তার সাথে থাকতে হবে সার্টিফায়েড ইনফরমেশন প্রাইভেসি টেকনোলজিস্ট বা সমতুল্য পেশাদারি দক্ষতার শংসাপত্র। আইটি সেক্টরে ম্যনেজেরিয়াল কাজ করার ও ডেটা প্রোটেকশন সংক্রান্ত কাজে ১২ বছরের অভিজ্ঞতা থাকাও প্রয়োজন। অন্যান্য পদে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানার জন্য মূল বিজ্ঞপ্তি দেখুন।
আবেদন পদ্ধতি: UCO Bank’র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নথিসহ আবেদন জানাতে হবে প্রার্থীদের। আবেদন মূল্য বাবদ সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ১০০ টাকা ও অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৬০০ টাকা প্রদান করতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে।
আবেদনের শেষ তারিখ : ২৬ নভেম্বর, ২০২৪