অভিনয় করতে করতেই প্রেম, রিমলি-উদয়ের মতোই বাস্তবেও প্রেমে হাবুডুবু খাচ্ছেন ইধিকা-জন!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দিন কয়েক আগেই শেষ হয়েছে জি বাংলার সিরিয়াল ‘রিমলি’ (rimli)। টিআরপি তালিকায় জায়গা করতে না পারায় প্রতিযোগিতার ভিড় থেকে নাম কাটা গিয়েছে রিমলির। কিন্তু সিরিয়াল তাড়াতাড়ি শেষ হয়ে গেলেও এর মাঝেই নাকি আসল কাজটা সমাধা হয়ে গিয়েছে। একে অপরের প্রেমে পড়েছেন রিমলি ও উদয়!

না, সিরিয়ালে তো তাঁরা প্রেমে পড়ে বিয়েটাও সেরে ফেলেছেন। কিন্তু এখানে কথা হচ্ছে অফস্ক্রিন জুটি অর্থাৎ জন ভট্টাচার্য এবং ইধিকা পালের কথা। পর্দায় এঁদেরই উদয় আর রিমলির চরিত্রে দেখেছি আমরা। সিরিয়াল শেষের পর এখন গুঞ্জন শোনা যাচ্ছে রিয়েল লাইফেও নাকি একে অপরকে মন দিয়ে বসেছেন জন ইধিকা।


গোটা ঘটনার সূত্রপাত রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’এ। সিরিয়ালের তিন অভিনেতা অভিনেত্রী রিমলি, উদয় এবং পরম এসেছিলেন খেলতে। সেখানেই সঞ্চালিকা রচনা বন্দ‍্যোপাধ‍্যায় চেপে ধরেন জন ইধিকাকে। ফাঁস হয় দুজনের ভাললাগার কথা। তাতে আরো ইন্ধন জুগিয়েছেন পরম চরিত্রাভিনেতা ইন্দ্রনীল মল্লিক। তাঁর বক্তব‍্য, “যা রটে তার কিছুটা তো বটে”।

এমনকি ইন্দ্রনীলের গানের তালে জনকে নিয়ে নাচতে দেখা যায় ইধিকাকে। এদিকে জনের মা তো স্পষ্ট জানিয়েই দিয়েছেন, হবু বৌমা হিসেবে ইধিকাকে খুবই পছন্দ তাঁর। এ বিষয়ে ‘রিমলি’র প্রযোজক স্নিগ্ধা বসুর কী মত? সংবাদ মাধ‍্যমের তরফে তাঁর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ইধিকা প্রেম করছেন এটুকু খবর তাঁর কাছে রয়েছে। তবে প্রেমিকটি কে তা তিনি জানেন না। তবে তিনি এও বলেছেন, কোনো বিষয়ের প্রতি যদি বেশি করে দর্শকদের নজর টানা হয় তবে বুঝতে হবে আসলে বিষয়টি অন‍্য।

মাস কয়েক আগেই শুরু হয়েছিল রিমলি। ৩০০ পর্বে পৌঁছানোর আগেই শেষ হয়ে গিয়েছে সিরিয়ালটি। গ্রাম বাংলার কৃষকদের দেনায় জর্জরিত, মহাজনদের অত‍্যাচারে অতিষ্ঠ জীবন কাহিনি ফুটে উঠেছিল রিমলিতে। এমন বাস্তব চিত্র আগে কোনো সিরিয়ালেই দেখা যায়নি। সিরিয়ালের কাস্টেও ছিল চমক। ছিলেন বিদীপ্তা চক্রবর্তী, কৌশিক চক্রবর্তী, মল্লিকা মজুমদারের মতো অভিনেতা অভিনেত্রীরা। তাও টিআরপির এমন দুর্দশা কেন?

ক্ষুব্ধ প্রযোজক জানিয়েছিলেন, অতিমারিতে বাস্তব জীবনের পাশাপাশি পর্দাতেও আর দুঃখ দুর্দশা দেখতে চাইছে না দর্শক। বরং তাদের আগ্রহ সেই একঘেয়ে শাশুড়ি বৌমার কূটকাচালি আর আজগুবি প্রেমের গল্পে। এমনকি যুগ বদলানোর প্রমাণ হিসেবে বউয়ের হাতে বরের মার খাওয়া দেখতেও রাজি দর্শক। নতুন কোনো ভাবনাই আনতে পারছে না কেউ।

X