বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরের শুরুতেই পরপর চমক এসেই চলেছে। লম্বা সময় পার্শ্বচরিত্রে অভিনয় করার পর নায়ক হয়ে ‘পরিণীতা’য় (Parineeta Serial) ধরা দিয়েছেন অভিনেতা উদয় প্রতাপ সিং। আর সিরিয়াল শুরু হতে না হতেই ছক্কা হাঁকালেন নায়ক নায়িকা। শেষ টিআরপি তালিকায় শীর্ষে জায়গা পেয়েছে ‘পরিণীতা’ (Parineeta Serial)। ঝুলিতে উঠেছে ৭.৮ টিআরপি। আনন্দের পরিবেশ সিরিয়ালের সেটে।
পরিণীতা (Parineeta Serial) টপার হওয়ায় খুশি উদয়
রায়ান পারুলকে এখন কার্যত চোখে হারাচ্ছেন দর্শক। টেলিপাড়ার জনপ্রিয় নায়কদের তালিকায় জায়গা করে নিয়েছেন উদয়। অভিনেতার কথায়, তিনি খুবই সন্তুষ্ট। এত ভালো সাড়া পাবেন, ধীরে ধীরে বেঙ্গল টপার হবেন, এতটা আশা করেননি। সবে মাত্র শুরু হয়েছে সিরিয়ালটি (Parineeta Serial)। কিন্তু প্রথম থেকেই স্লট দখলে রেখে ভালো টিআরপি এনেছে ধারাবাহিক। তা সত্ত্বেও মনে ক্ষোভ রয়েছে উদয়ের।
প্রথমে নাকি কেউ পাত্তা দেয়নি: পর্দার রায়ানের অভিযোগ, প্রথম দিকে তাঁদের কেউ সিরিয়াসলি নেয়নি। কারণ তিনি এতদিন পার্শ্বচরিত্রে কাজ করেছেন, নায়িকাও নতুন। যেমন সমালোচনা হয়েছে, তেমনি লোকে ভেবেছিল যে বেশিদিন টিকতে পারবেন না তাঁরা। তবে দর্শকরা তাদের কাহিনিকে গ্রহণ করেছেন এতেই খুশি উদয়। অভিনেতার কথায়, শুরুতে কেউ তাঁদের ‘পাত্তা’ও দেয়নি। ৩-৪ মাসেই বন্ধ হয়ে যাবে বলা হয়েছিল। এমনকি জুটেছিল ‘ফ্লপনীতা’র মতো তকমাও।
আরো পড়ুন : পর্ণা-পুঁটিকে একসঙ্গে শেষ করতে বড় চাল ইশার! অবশেষে ফিরবে সৃজনের স্মৃতি? টানটান উত্তেজনা ‘নিম ফুলের মধু’তে
সমালোচকদের জবাব রায়ানের: তবে উদয় বলেন, তিনি কাউকেই কিছু বলতে চান না। কারণ সমালোচনা থাকবেই, সেটাকে মাথা পেতে নিতে হবে। তবে গঠনমূলক সমালোচনা গ্রহণযোগ্য, সেটা যেন ব্যক্তিগত স্তরে না হয়। যারা তাঁদের ঘৃণা করেছিল, তারাই তাঁদের ভালো কাজ করতে অনুপ্রাণিত করেছেন বলে মন্তব্য করেন অভিনেতা।
আরো পড়ুন : খ্যাতি পেয়েই ডিভোর্স প্রথম স্বামীকে, নতুন প্রেমিকের সঙ্গে দু নম্বর বিয়ে কবে ‘রোশনাই’ তিয়াশার?
কোন মন্ত্রে এত ভালো ফল পরিণীতার (Parineeta Serial)? উদয়ের কথায়, নায়ক নায়িকার রসায়নটা ক্লিক করা জরুরি, কারণ তাঁরাই গল্পের মুখ। তবে গল্প যদি ভালো না হয় তবে বড় বড় তারকা এনেও কোনো লাভ হবে না। এ প্রসঙ্গে সবথেকে বড় কৃতিত্ব পরিচালক কৃষকেই দিয়েছেন উদয়। তিনি যেভাবে গাইড করেছেন, তিনি না থাকলে নাকি পরিণীতা হতই না। তাই সিরিয়ালের সাফল্যে পরিচালকের সবথেকে বড় অবদান বলে মন্তব্য করেন উদয়।