ভরসা ছিল স্বামীর উপর, পার্শ্ব চরিত্র থেকে ‘পরিণীতা’র নায়ক উদয়, উচ্ছ্বসিত লেডি লাক অনামিকা

বাংলাহান্ট ডেস্ক : শুরুটা করেছিলেন নায়ক হয়েই। মাঝে ফোকাসটা একটু সরে গিয়েছিল ঠিকই, তবে পার্শ্ব চরিত্রেও দারুণ অভিনয় করেছেন উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh)। অবাঙালি হয়ে বাংলা সিরিয়ালে চুটিয়ে কাজ করছেন তিনি। এতদিন দর্শক তাঁকে দেখেছে বিভিন্ন জনপ্রিয় সিরিয়ালে গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্র হিসেবে। রাতুল থেকে চয়ন, পরপর ধারাবাহিকে মুগ্ধ করেছে উদয়ের (Uday Pratap Singh) অভিনয়। এমনকি ‘কোন গোপনে মন ভেসেছে’তে কিঞ্জল হয়ে ওই স্বল্প সময়েও দর্শকদের মনে ছাপ ফেলতে সক্ষম হয়েছেন। তবে এবার তাঁর দায়িত্ব অনেকটা বেড়ে গিয়েছে।

পরিণীতায় নায়ক হয়ে ফিরেছেন উদয় (Uday Pratap Singh)

‘পরিণীতা’ সিরিয়ালের হাত ধরে দীর্ঘদিন পর আবার নায়ক হয়ে ফিরেছেন উদয় (Uday Pratap Singh)। অভিনেতার কথায়, চ্যানেল তাঁকে আবার মুখ্য চরিত্রে ভেবেছে, এর জন্য তিনি কৃতজ্ঞ। নতুন দায়িত্বও খুব উপভোগ করছেন। উদয়ের (Uday Pratap Singh) কথায়, বাংলা সিরিয়ালে কলেজের গল্প খুব একটা দেখানো হয় না। কিন্তু পরিণীতাতে অনেকটা অংশ জুড়ে থাকবে কলেজ। তবে উদয় মজা করে বলেন, এই কলেজ করণ জোহরের সিনেমার মতো ঝাঁ চকচকে।

Uday Pratap singh talks about wife anamika

নিম ফুলের মধু থেকে পরিণীতা: যে নিম ফুলের মধুতে চয়নের চরিত্রে দীর্ঘদিন অভিনয় করেছেন উদয় (Uday Pratap Singh), নায়ক হিসেবে তাঁর মেগা সেই সিরিয়ালেরই স্লট দখল করল। বাড়তি চাপ অনুভব করছেন? সাক্ষাৎকারে উদয় (Uday Pratap Singh) বলেন, নিম ফুলের মধুর মতো একটা সিরিয়াল যা বিগত দু বছর ধরে একটা বেঞ্চমার্ক সেট করেছে তাকে রিপ্লেস করা একটা বড় চাপ। যদিও তাঁর নিম ফুলের সহকর্মীরা সকলেই দারুণ খুশি বলে জানান উদয়। সেই সঙ্গে তাঁর বিশ্বাস, পরিণীতাকেও দর্শকরা ঠিকই ভালোবাসবে।

আরো পড়ুন : জন্মদিনে সাহেবের আরো কাছাকাছি সুস্মিতা, ফাঁস করলেন আদরের নাম! প্রেমে শিলমোহর অবশেষে?

স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ উদয়: উদয়ের (Uday Pratap Singh) বাস্তব জীবনের স্ত্রী অনামিকা চক্রবর্তীও বর্তমানে জি বাংলারই সিরিয়াল ‘মিঠিঝোরা’তে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন। অভিনেতা জানান, অনামিকা নাকি তাঁকে অনেক বার বলেছেন যে মুখ্য চরিত্রে তিনি চেষ্টা করেন না কেন। কিন্তু উদয়ই (Uday Pratap Singh) ‘যা আসবে দেখা যাবে’ বলে উড়িয়ে দিতেন। অবশেষে তিনি লিড রোলে অভিনয় করছেন দেখে খুব খুশি তাঁর স্ত্রী।

আরো পড়ুন : বাঙালি নায়িকার বেডরুম থেকে বেরোতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন! ভাঙতে বসেছিল গোবিন্দার সংসার

সবে কয়েক দিন মাত্র হল শুরু হয়েছে পরিণীতা। টিআরপির চিন্তা হয়? উদয়ের কথায়, অভিনেতা অভিনেত্রীদের হাতে সবটা থাকে না। তাই তিনি বাড়তি চাপ নিচ্ছেন না। অভিনেতা হিসেবে নিজের ১০০ শতাংশ দেবেন তিনি। বাকিটা দর্শক এবং ঈশ্বরের হাতেই ছেড়ে দিয়েছেন উদয়।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর