‘২০, ২১ ফেব্রুয়ারি না এলে …” DA-র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের হুঁশিয়ারি উদয়নের

Published On:

বাংলা হান্ট ডেস্ক : আবারও বিস্ফোরক মন্তব্য উদয়ন গুহর (Udayan Guha)। এবার সরকারি কর্মচারীদের সরাসরি হুমকি দিলেন তৃণমূল বিধায়ক। বকেয়া ডিএ’র দাবিতে আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।চাকরিজীবীদের বিভিন্ন সংগঠনের নেতৃত্বে এই আন্দোলন থেকে সরকারি কর্মীদের দূরে রাখতে বিতর্কিত ফেসবুক পোস্ট করলেন তিনি। তাঁর এই পোস্টকে কেন্দ্র করেই সরগরম রাজ্য রাজনীতি।

বকেয়া মহার্ঘভাতার দাবিতে অনেক আগেই আন্দোলনে নেমেছেন পথ সরকারি কর্মীরা। এর মধ্যেই কয়েক দিন আগে ৩ শতাংশ বর্ধিত ডিএ ঘোষণা করা হয় রাজ্য বাজেটে। তা সত্ত্বেও বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।

এবার আন্দোলনকারী ও সমর্থনকারীদের নিশানা করলেন উদয়ন গুহরায়। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি ফেসবুকে লেখেন, ‘২০ ও ২১ তারিখ না এলে ২২ তারিখ বাড়িতেই থাকুন!’ তাঁর এই মন্তব্য ডিএ বিক্ষোভের আগুনে ঘি-এর কাজ করেছে বলেই মনে করছে রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

udayan

এই প্রসঙ্গে এক বিজেপি নেতা বলেন, ‘উনি আজকাল প্রায়ই সকলকে হুমকি দিচ্ছেন। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকে উনি কেষ্টর জায়গা নেওয়ার চেষ্টা করছেন।’ তবে এভাবে হুমকি দিয়ে সরকারি চাকরিজীবীদের তাঁদের ন্যায্য দাবি থেকে সরানো যাবে না, এমনই মনে করেন ওই পদ্ম নেতা।

এদিন আন্দোলনকারীদের নিশানা করে উদয়ন গুহ আরও বলেন, ‘কথায় কথায় আন্দোলন করে কর্মসংস্কৃতি ধ্বংস করছেন। সমস্যাটাই বুঝতে চাইছেন না।’ তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার নানা ইস্যুতে উস্কানিমূলক মন্তব্য করেছেন উদয়ন গুহ। যার জেরে বিরোধিদের আক্রমণও ধয়ে এসেছে তাঁর দিকে।

X