মুখ্যমন্ত্রী হয়েই মহারাষ্ট্রে জঙ্গল বাঁচাতে বিশেষ পদক্ষেপ নিলেন উদ্ধব, মেট্রো সম্প্রসারনের জন্য একটি গাছের পাতা না কাটার নির্দেশ

Published On:

বাংলা হান্ট ডেস্ক :বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন উদ্ধব ঠাকরে। কিন্তু এরই মধ্যে রাজ্যে আগামী পাঁচ বছরে কি কি বিষয়ে উন্নয়নের ওপর জোর দেওয়া হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে নূন্যতম সাধারণ কর্মসূচি প্রকাশ করেছে জোট সরকার। তবে শুক্রবারই জঙ্গল বাঁচাতে এক বড় ঘোষনা করলেন উদ্ধব। মেট্রো সম্প্রসারনের জন্য কোনো গাছ কাটা যাবে না, শুধু গাছ নয় গাছের একটি পাতাও কাটা যাবেনা বলে ঘোষণা করেন।

শুক্রবার প্রথম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী রাজ্যের বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনে বসেন। আর সাংবাদিক সম্মেলন থেকে তিনি সরাসরি গাছের পাতা না কাটার ব্যপারে ঘোষনা করেন একই সঙ্গে মেট্রোর কারশেড তৈরির কাজে স্থগিতাদেশ জারি করা হলেও পর্যালচনা করা হবে বলে জানিয়েছেন উদ্ধব। তবে মুখ্যমন্ত্রীর এই নয়া ঘোষনায় যথেষ্টই খুশির হাওয়া সমাজবিদ ও পরিবেশপ্রেমীদের মধ্যে।

এককথায় মাত্র দুদিনের কার্যকালের মধ্যেই তিনি এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। আসলে মুম্বাইয়ের বিস্তীর্ণ অঞ্চলে জঙ্গল কেটে বনাঞ্চল তৈরির জন্য ঘোষণা করা হলে রীতিমতো প্রতিবাদে সরব হন পরিবেশ প্রেমী থেকে শুরু করে বলিউড সেলিব্রিটিরা। প্রায় 2000 গাছের জঙ্গল কেটে কোনোভাবেই মেট্রো সম্প্রসারনের কাজ শুরু করা যাবে না বলেও বিরোধিতার প্রচার শুরু করেন সকলে। কিন্তু সমস্ত নিষেধজ্ঞাকে তোয়াক্কা না করেই গাছ কাটা শুরু হয়। যা নিয়ে ক্ষোভ প্রকাশও করেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তাই গাছ কাটা বন্ধ করতে মুখ্যমন্ত্রী হিসেবে যা করার তিনি করবেন বলে জানিয়ে দেন।

যদিও রাজ্যে সরকার গঠনের অনেক আগে থেকেই উদ্ধব ও আদিত্য এই বিষয় নিয়ে সরব হয়েছিলেন। তবে ক্ষমতায় এসে এবার বিষয়টি নিয়ে জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তবে উদ্ধবের এই বিশেষ পদক্ষেপকে ভালো চোখে দেখছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী নেতা দেবেন্দ্র ফড়নবীশ। মুখ্যমন্ত্রীর ঘোষনার পর ট্যুইটারে একটি পোস্ট লিখে তিনি জানান,    ‘ এটা দুর্ভাগ্যজনক যে নবনির্বাচিত সরকার রাজ্যের পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে না। যার ফল সবচেয়ে বেশি ভুগতে হবে সাধারণ মুম্বইবাসীকে।’

উল্লেখ্য,গোটা রাজ্যটাকে তাঁকে চালাতে হবে এমন কখনও ভাবেন নি বলে জানিয়েছিলেন উদ্ধব। তবে প্রশাসনের প্রধান হয়ে রাজ্যের খাদ্য, বস্ত্র ও শিক্ষার দিক উন্নয়নের ওপর জোর দিয়েছেন তিনি।

সম্পর্কিত খবর

X