‘শুধু তেরঙ্গা লাগালেই দেশপ্রেমিক হয়ে যাবেন না’ মোদীকে তুমুল কটাক্ষ উদ্ধব ঠাকরের

বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল ১৫ ই আগস্ট; ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষ্যে এ বছর ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালনের কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এই প্রসঙ্গে গোটা দেশে একাধিক কর্মসূচি পালন করার পাশাপাশি ‘হর ঘর তেরঙ্গা’ অভিযানের সূচনা করে কেন্দ্র। একইসঙ্গে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দেশবাসীর উদ্দেশ্যে প্রোফাইল পিকচার পরিবর্তন করে জাতীয় পতাকার ছবি ব্যবহার করার আবেদন করেন।

বিশেষজ্ঞদের মতে, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশের ঐক্যের মনোভাবকে তুলে ধরতে চাইছে বিজেপি (BJP)। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে অনেকেই এ কর্মসূচিতে যোগদান করেছেন। তবে এবার বিজেপি সরকারের বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। কেন্দ্রের কর্মসূচির বিরোধিতা করে তাঁর দাবি, ‘শুধু তেরঙ্গা লাগালেই আপনি দেশপ্রেমিক হয়ে যাবেন না।”

সম্প্রতি, মহারাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাক্ষী থাকে মানুষ। যেভাবে শিবসেনা সরকারের পতন ঘটিয়ে সেখানে বিজেপির জোট সরকার ক্ষমতায় বসেছে, তা বর্তমান দেশের পরিস্থিতিকে আরো খারাপ করে তুলবে বলেই মত বিরোধীদের। এদিন বাল ঠাকরের কার্টুন ম্যাগাজিন ‘মার্মিক’-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এসে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন শিবসেনা প্রধান।

তিনি জানান, “স্বাধীনতার ৭৫ তম বর্ষ পালন করা হবে। তবে দেশে গণতন্ত্র কতটা বাকি রয়ে গিয়েছে, সে সম্পর্কে ভাবার সময় এসেছে। যেভাবে ভারতকে ‘দাসত্বের’ দিকে অগ্রসর করে নিয়ে যাওয়া হচ্ছে, তার বিরুদ্ধে কার্টুনিস্টদের এগিয়ে আসতে হবে।” বিজেপি সরকারের ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির বিরোধ করে উদ্ধব ঠাকরে বলেন, “এখন মাই-বাপ সরকার দেশের প্রতিটি প্রান্তে প্রত্যেক বাড়িতে জাতীয় পতাকা লাগানোর কথা বলেছে। কিন্তু সম্প্রতি একজন গরিব মানুষ আমাকে বলল যে, তাঁর কাছে তেরঙ্গা থাকলেও ঘর নেই। ফলে তেরঙ্গা লাগানোর মত জায়গা পর্যন্ত পাচ্ছে না। আসলে আমাদের হৃদয়ে তেরঙ্গা থাকা উচিত।”

pm modi uddhav

এরপরেই শিবসেনা প্রধানের গলায় উঠে আসে দেশের সশস্ত্র বাহিনীর বাজেট কমানোর প্রসঙ্গ। তিনি জানান, “জাতীয় পতাকাকে প্রত্যেকের প্রোফাইল পিকচারে ব্যবহার করার জন্য পরামর্শ দিয়েছেন, সেটা ভালো কথা। কিন্তু যারা সীমান্তে দাঁড়িয়ে আমাদের দেশকে রক্ষা করে চলেছে, তাদের বাজেট কমিয়ে দিচ্ছেন, এটা অনুচিত। সম্প্রতি, মানুষ দেখেছে কিভাবে একটা রাজ্যে সরকার ফেলে দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। কিন্তু অপরদিকে, সশস্ত্র বাহিনীর উন্নতির জন্য যে অর্থের প্রয়োজন হয়, তা আপনার কাছে নেই।” এভাবেই এদিন বিজেপি সরকারের বিরুদ্ধে কটাক্ষ ছোড়েন উদ্ধব ঠাকরে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর