সাহস ও দেশপ্রেমের জন্য পুরস্কার পেলেন জিএসটি ভবনের কর্মচারী কুনাল যাদব

সাহস ও দেশপ্রেমের এক দুর্দান্ত উদাহরণ স্থাপন করেছেন জিএসটি ভবনের কর্মচারী কুনাল যাদব । জাতীয় পতাকা বাচানোর জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। আগুন লাগার পর  তিনি ভবনের নবম তলায় উঠেছিলেন । আগুন ধরেছিলো জাতীয় পতাকায় তিনি গিয়ে সেই আগুন নিভিয়ে দেশের সম্মান বাচান। আর এই সাহসিকতার জন্য তাঁকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সম্মানিত করে। Aa 200সোমবার বিকেলে বহুতল ভবনে আগুন লাগার পরে উদ্ধারকাজ চলছিল। আর  তখন দক্ষিণ মুম্বাইয়ের জিএসটি ভবনের সবচেয়ে নীচ তলায়  ছিলেন জিএসটি ভবনের কর্মচারী কুনাল যাদব। তখন আচমকা, তিনি দেখতে পান যে ত্রিবর্ণটি এখনও ভবনে রয়েছে। তার মধ্যে সে নিজের জীবনের কথা না ভেবে নবম তলায় পৌঁচায়। সময়মতো পতাকাটিকে আগুন থেকে বাঁচায়। এই সাহসী পদক্ষেপ সম্পর্কে জানার পরে পিডব্লিউডি মন্ত্রী অশোক  চৌহান টুইট করেছেন এবং যাদবকে প্রশংসা করেছিলেন।

সম্পর্কিত খবর