I.N.D.I.A জোটের বৈঠক এড়ালেন উদ্ধব, এবার কী NDA-তে ঘরওয়াপসি? জল্পনা তুঙ্গে

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ভোট মিটতেই বুধবার সন্ধ্যায় বৈঠকে বসেছে ইন্ডিয়া (INDIA) জোটের প্রতিনিধিরা। সেই বৈঠকে যোগ দিতে একে একে দিল্লী গিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু, অন্যদিকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। কিন্তু এসবের মধ্যেই বড় খবর এল মহারাষ্ট্র (Moharastra) থেকে। সেইসাথে ভোটের ফল ঘোষণা হতেই ফাটল ধরল ইন্ডিয়া জোটে।

খানিক গোঁসা করেই বুধবার ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিলেন  না মহারাষ্ট্রের শিবসেনা প্রধান (Shivsena Leader) উদ্ভব ঠাকরে (Uddhav Thackeray)। সূত্রের খবর সাঙ্গলি আসনে প্রার্থী দেওয়া নিয়ে কংগ্রেসের ওপরে  বেজায় চটেছেন শিবসেনা প্রধান। বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ইন্ডিয়া জোটের ২৭টি দলের বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকে যোগদান করার কথা ছিল মহারাষ্ট্রের শিবসেনার প্রধানের-ও।

কিন্তু ইন্ডিয়া জোটের সমস্ত নেতারা একে একে  দিল্লিতে পৌঁছাতে শুরু করলেও খারাপ খবর দিলেন শিবসেনা প্রধান। যার ফলে মনে করা হচ্ছে এবার ইন্ডিয়া জোটের সরকার গঠনের স্বপ্ন বোধহয় অধরাই থেকে যাবে। শিবসেনা (UBT) গোষ্ঠীর প্রার্থী চন্দ্রহার পাটিলের বিরুদ্ধে কংগ্রেস নির্দল প্রার্থী বিশাল পাটিলকে দাঁড় করানোয় কংগ্রেস শিবিরের ওপর বেজায় চটেছেন উদ্ধব ঠাকরে।

এইভাবে প্রকাশ্যে জোটের ধর্ম ত্যাগ করে কংগ্রেস খোলা খুলি বিশাল পাটেল কে সমর্থন করায় এবার জোটের বৈঠক থেকেও সরে দাঁড়ালেন শিবসেনা প্রধান। এসবের মধ্যেই মনে করা হচ্ছে দল বদলে খুব শিগগিরই  বিজেপিতে যোগ দেবেন উদ্ভব ঠাকরে। কারণ ইতিপূর্বে দেখা গিয়েছে বিজেপির সঙ্গে জোট করে রাজ্যে আঠারোটি আসন পেয়েছিলেন তিনি।

আরও পড়ুন: ঐতিহাসিক! তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার সাথেই মোদী ছুঁয়ে ফেলবেন নেহেরুর এই রেকর্ড

কিন্তু এবার কংগ্রেসের সঙ্গে জোট করে পেয়েছেন মাত্র ৯ টি আসন। তাই তাই বিজেপি যে উদ্ভব ঠাকুরের সাথে সমঝোতার পথে হাঁটবে না সেই জল্পনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না।  আর এই সরকার গঠনের দড়ি টানাটানির খেলায় যদি উদ্ভব ঠাকরের বিজেপিতে ঘরওয়াপসি হয় তাহলে নিঃসন্দেহে স্বস্তিতে থাকবে NDA শিবির।

বিশেষ করে ইন্ডিয়া জোটের বৈঠকে উদ্ভব ঠাকুরের অনুপস্থিতি সেই প্রশ্নই কিন্তু নতুন করে মাথা ছাড়া দিচ্ছে রাজনৈতিক মহলে। তাই এখন সকলেরই নজর উদ্ভব ঠাকরের পরবর্তী অবস্থানের দিকেই।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X