বাংলা হান্ট ডেস্ক : শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জন্য বিজেপি শিবসেনাকে হাতিয়ার করেছে৷ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি ও শিবসেনা জোট সাফল্য পেয়েছে৷ কিন্তু সরকার গঠনের জন্য বিজেপি শিবসেনাকে হাতিয়ার করলেও ঝোপ বুঝে কোপ কী ভাবে মারতে হয় তা এক প্রকার জানে শিবসেনা ,তাই তো নির্বাচনে জোট বাঁধলেও সুযোগের সদব্যবহার করতে ছাড়ছে না উদ্ধব ঠাকরের দল৷ ভোট মিটতে না মিটতেই এ বার সুযোগের সদব্যবহার করে বিজেপিকে কার্যত চেপে ধরেছে শিব সেনা৷ যেহেতু শিবসেনা ও বিজেপি জোট বেঁধে বিধানসভা নির্বাচনে জয় হয়েছে তাই এবার মুখ্যমন্ত্রী পদের অর্ধেক অর্ধেক দাবি করে বসল উদ্ধব ঠাকরে৷
শিবসেনার তরফে জানানো হয়েছে দুই দলের তরফ থেকেই আড়াই আড়াই বছর করে মুখ্যমন্ত্রী থাকুক৷ এমন কি বিজেপিকে সে বিষয়ে লিখিত দিতে হবে বলেও জানিয়েছে শিব সেনা৷ মৌখিক কিছু না বললেও বিজেপি যে সেই বিষয়ে সংযত তা বোঝাই যাচ্ছে৷ আসলে এবারের বিধানসভা নির্বাচনে 288 আসনে সমঝোতার লড়াই করেছে বিজেপি ও শিব সেনা৷ 145 আসনে সংখ্যাগরিষ্ঠতা তৈরি হবে কিন্তু বিজেপি 150 আসনে লড়াই করেও যে সংখ্যাগরিষ্ঠতা পাবে না তা একপ্রকার বুঝেই গিয়েছিল তাই তো শিব সেনাকে হাত করে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং নির্বাচনের ফলাফলও ঠিক তাই হয়েছে৷
105 টি আসনে জয়ী হয়েছে গেরুয়া বাহিনী অন্যদিকে শিব সেনা পেয়েছে 56৷ অর্থাত্ বলা যায় কানের পাশ দিয়ে জোট বাহিনী জয়ের সাফল্য পেয়েছে৷ তাই তো জয় পাওয়ার সঙ্গে সঙ্গেই বিজেপিকে চাপে ফেলছে শিবসেনা৷ এমনিতে শুক্রবার ফল প্রকাশের সঙ্গে সঙ্গে উদ্ধব ঠাকরে অমিত শাহের দেখা করা নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছিলেন৷ ছেলের জয়ের পরেই 50-50 ক্ষমতা বণ্টনের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে অমিত শাহকে আলোচনা করতে হবে বলে জানিয়েছিলেন৷ তাই যতই মুখ্যমন্ত্রীর দেবেন্দ্র ফরন বিশ পাঁচ বছর জোট সরকার গড়বে বলে ঘোষণা করুক না কেন অমিত বা দেবেন্দ্রকে লিখিত জানানোর দাবি করেছে শিবসেনা৷
এখানেই থেমে থাকছে না শিব সেনা কারণ শিবসেনা নেতা তথা বিধায়ক প্রতাপ সমরনায়ক জানিয়েছেন বিজেপি যদি দাবি না মানে সে ক্ষেত্রে এনসিপি ও কংগ্রেস শিবসেনাকে সমর্থন জানাবে পড়েছে তাই তাঁদের আলাদা ভাবে সরকার গঠনে কোনও অসুবিধে হবে না৷ এক দিকে শিবসেনার 56, অন্যদিকে কংগ্রেসের 98৷ তাই সহজেই ম্যাজিক ফিগার সম্পূর্ণ করা যাবে বলেই মত প্রকাশের৷