শচীন টেন্ডুলকার নির্লজ্জ ব্যাক্তি, রিহানা একজন বড় হৃদয়ের শিল্পী: উদিত রাজ, কংগ্রেস নেতা

কৃষক আন্দোলনকে কেন্দ্র করে বিদেশি পপ স্টার রিহানা যে টুইট করেছেন তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস নেতা উদিত রাজ মন খুলে রিহানার প্রসংশা করেছেন। কংগ্রেস নেতা বলেছেন, রিহানার মতো শিল্পীর সত্যিকারের মন আছে। কৃষি আইনের বিরুদ্ধে দিল্লির বিভিন্ন সীমান্তে আন্দোলনে নেমেছে। কৃষি আন্দোলনকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রও শুরু হয়ে গেছে।

পপ স্টার থেকে শুরু করে প্ৰাক্তন পর্ন স্টারেরা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গোলানো শুরু করে দিয়েছে। অন্যদিকে ভারতের তারকারা পাল্টা আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে মুখর হয়েছেন। শচীন টেন্ডুলকার, অজয় দেবগণের মতো তারকারা সকলকে ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেছেন। তবে কংগ্রেস এই ইস্যুতে রিহানা ও মিয়া খলিফাদের সমর্থনে রয়েছে।

কংগ্রেস নেতা উদিত রাজ শচীন টেন্ডুলকার, অজয় দেবগনকে নির্লজ্জ্ব বলেছেন। উদিত রাজ বলেছেন, আপনারা টাকা ছাড়া কিছু বোঝেন না। একই সাথে উদিত রাজের দাবি, ভারতীয় তারকারা কৃষকদের সমর্থনে কিছু বলেননি, তাই রিহানাদের বলতে হচ্ছে। রিহানা বড়ো হৃদয়ের তারকা বলে দাবি কংগ্রেস নেতার।

উল্লেখ, বাহ্যিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ভারতকে ঐক্যবদ্ধ থাকার আবেদন জানিয়েছেন ভারত রত্ন প্রাপ্ত গায়িকা লতা মঙ্গেশকরও। এছাড়াও ব্যামিন্টন প্লেয়ার সাইনা নেহওয়ালও বিদেশী শক্তির বিরুদ্ধে ভারতীয়দের এক থাকার আবেদন করেছেন। সচিন তেন্দুলকর ট্যুইট করে লিখেছেন, ‘ভারতের সার্বভৌমত্ব নিয়ে আপস করা যায় না। বাহ্যিক বাহিনী দর্শক হতে পারে তবে অংশগ্রহণকারী হতে পারে না। ভারতীয়রা ভারতকে জানে এবং ভারতের পক্ষে সিদ্ধান্ত নিতে পারে। আসুন আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ হই।।”

সম্পর্কিত খবর