কলকাতায় কি খোঁজ মিলল UFO-র? কলেজ ছাত্রীর দাবি ঘিরে শুরু জোর জল্পনা

বাংলা হান্ট ডেস্ক: UFO নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই! অনন্ত মহাকাশের মাঝে ভিনগ্রহীদের আগমন নিয়ে তাই মাঝে মাঝেই শুরু হয় জল্পনা। এমনকি, পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তেই UFO নিয়ে চলে জোর চর্চা। কখনও কখনও UFO নিয়ে প্রকাশিত হয় একাধিক ছবিও। তবে, এবার খোদ শহর কলকাতাতেই নাকি খোঁজ মিলেছে UFO-র! অন্তত এমনটাই দাবি করেছেন ল কলেজের এক ছাত্রী।

ঠিক কি ঘটেছে?
আরজু সাহানি নামে হাজরার বাসিন্দা তথা ল কলেজের এক ছাত্রী জানিয়েছেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বাড়ির ছাদে হাঁটাচলা করছিলেন তিনি। ঠিক সেই সময়েই মাঝ আকাশে কিছু আলো ঘুরপাক খেতে দেখেন আরজু। এদিকে, হঠাৎ এই অদ্ভুত আলোর খেলা দেখে রীতিমত চমকে যান তিনি।

   

ঠিক তারপরেই পুরো বিষয়টি মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নেন ওই ছাত্রী। পাশাপাশি, তিনি জানান যে, প্রথমে তিনটে আলোর উৎস দেখা গেলেও পরে তা বেড়ে ছয়টি আলোর উৎসতে পরিণত হয়। দীর্ঘক্ষণ ধরেই আলোর এই খেলা পরিলক্ষিত হয়েছে বলেও দাবি করেছেন তিনি। আর তারপর থেকেই কলকাতা শহরে UFO-র আগমন নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

এই প্রসঙ্গে আরজু সাহানি জানিয়েছেন যে, “প্রথমে আমি তিনটে আলো দেখতে পাই, কিন্তু তারপরেই সেই সংখ্যা বেড়ে যায়। একজায়গাতেই ওই আলোগুলো ঘুরতে থাকে। দীর্ঘক্ষণ এইরকমই চলতে থাকে। তারপর আমি ভিডিও করে রাখি। এইরকম জিনিস আমি আগে কখনও দেখিনি। তাই বিষয়টা অদ্ভুত মনে হওয়ায় আমি এর ভিডিও করি।”

ufo thinkstock 2

যদিও, UFO-র প্রসঙ্গ মানতে নারাজ মহাকাশবিজ্ঞানীরা। এই প্রসঙ্গে বিশিষ্ট মহাকাশবিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী জানিয়েছেন যে, “এখন লেজার পয়েন্টার দিয়েই ১০ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত আলো চলে যায়। তাই হঠাৎ করে আলো দেখা মানেই সেটা যে UFO হবে তার কোনো কারণ নেই। এমনকি, সেটা আশেপাশের কোনো বিয়েবাড়ি বা অনুষ্ঠানের লেজার লাইটও হতে পারে। UFO হঠাৎ করে এভাবে চলে আসেনা। যদিও, দীর্ঘদিন ধরেই এগুলো নিয়ে বিভিন্ন মত চলে আসছে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর