বাংলা হান্ট ডেস্ক : দেশে বেকারত্বের সমস্যা নতুন কিছু নয়। যদিও বেকারত্বের জন্য শুধুমাত্র সরকার নয় যোগ্য প্রার্থীর অভাব রয়েছে। যদিও কিছু দিন আগে ইউনিসেফের তরফে ভবিষ্যতে তরুণ প্রজন্মের চাকরি পাওয়ার অভাব দেখা যাবে এমনটাই ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। যদিও তার জন্য প্রার্থীদের যোগ্য তাঁকেই দায়ী করা হয়েছে। তাই আগে থেকেই পড়ুয়াদের সঠিক হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার বার্তা দেওয়া হয়েছে কিন্তু তবে এরই মধ্যে সুখবর শোনাল ইউজিসি।
এ বার পড়ুয়াদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। জানা গিয়েছে ইউজিসি র অধীনস্থ কলেজগুলিতে তিন বছরের স্নাতক স্তরের ডিগ্রি থেকে মাস কমিয়ে দিয়ে এই সময়ের মধ্যে পড়ুয়াদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তাঁরা ভবিষ্যতের কর্মক্ষম হয়ে ওঠে। নতুন সেমিস্টার আউটরিচ প্রোগ্রামে পড়ুয়ারা নিজেদের পছন্দ মতো যে কোনও একটি ক্ষেত্র বেছে নিয়ে সেখানকার সরকারি কর্মীদের সঙ্গে এই ছয় মাস কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে পারবে।
কৃষি এবং শিল্প যে কোনো ক্ষেত্রকেই কর্মক্ষেত্র হিসেবে বেছে নিতে পারবে তারা। এই প্রকল্প বাস্তবায়িত করতে গেলে নির্দিষ্ট রূপরেখার প্রয়োজন তাই যে সমস্ত ক্ষেত্রে ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ নেবে সেই সংস্থাগুলির সঙ্গে ইউজিসি যুক্ত হবে এবং নির্দিষ্ট পরিকল্পনা করা হবে এমনটাই জানিয়েছেন ইউজিসি র ভাইস চেয়ারম্যান ভূষণ পাঠ্য বর্ধন। তবে তার জন্য নির্দিষ্ট গাইড লাইনও বজায় থাকবে। জানা গিয়েছে ছাত্রছাত্রীরা যে ফিল্ড ওয়ার্ক করবেন তা নজর রাখবে একটি সংস্থা।
ছাত্রছাত্রীদের কাজের ভিত্তিতে তাঁদের ক্রেডিট পয়েন্ট দেওয়া হবে। এর পর সেই নম্বর যুক্ত হবে স্নাতকস্তরের পরীক্ষার নম্বরের সঙ্গে। যদিও এই তিন বছরের মধ্যে কোন বছরের মাসকে বেছে নেওয়া হবে সে ক্ষেত্রে এখনও সঠিক কিছু বলা হয়নি। তবে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের এই নতুন নিয়ম পড়ুয়াদের ভবিষ্যত করার ক্ষেত্রে অনেকটাই কাজে আসবে বলে মনে করছে শিক্ষা মহল।