বাংলাহান্ট ডেস্ক : গোটা ভারত (India) জুড়ে ছড়িয়ে থাকা ২১ টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের (Fake University) তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সময় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের আরো সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে UGC।
প্রকাশিত তালিকায় যে বিশ্ববিদ্যালয়গুলির নাম রয়েছে তারা বিভিন্ন প্রলোভন দেখে একাধিক ডিগ্রি কোর্সে ভর্তি করায় পড়ুয়াদের। তবে এই বিশ্ববিদ্যালয়গুলি ইউজিসির অধীনে নিবন্ধিত নয়। তাই ভবিষ্যতে ছাত্র-ছাত্রীদের চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো কাজেই আসবে না এই ধরনের ভুয়ো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি।
আরোও পড়ুন : ‘দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে’! রাজ্যকে ‘ডেডলাইন’ বেঁধে দিল কলকাতা হাইকোর্ট! কোন মামলায়?
ভারতবর্ষে (India) ইউজিসি আইন ১৯৫৬-এর অধীনে নিবন্ধিত বিশ্ববিদ্যালয়গুলিই শুধুমাত্র ডিগ্রি প্রদানের ক্ষমতা রাখে। তবে যে শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় ইউজিসি নিবন্ধিত নয় এবং কোনো কাউন্সিল দ্বারা পরিচালিত হয় না সেগুলি থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
গত বছর মে মাসে ইউজিসি (University Grant Commission) গোটা দেশজুড়ে ছড়িয়ে থাকা ২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফের একবার সেই ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা ভাইরাল হয়েছে। এমনকি এই তালিকায় রয়েছে কলকাতার (Kolkata) প্রতিষ্ঠানও।
ভারতে (India) ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলির নাম:
১) ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি, গুন্টুর
২) বাইবল ওপেন ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া, ভাইজ্যাগ
৩) এআইআইপিএইচএস গভর্নমেন্ট ইউনিভার্সিটি, দিল্লি
৪) কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, দিল্লি
৫) ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, দিল্লি
৬) ভোকেশনাল ইউনিভার্সিটি, দিল্লি
৭) এডিআর সেন্ট্রিক জুরিসডিকাল ইউনিভার্সিটি, দিল্লি
৮) আইআইএসই, দিল্লি
৯) বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট, দিল্লি
১০) আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়, দিল্লি
১১) বড়গণভি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি, বেলগাঁও
১২) সেন্ট জনস ইউনিভার্সিটি, কেরালা
১৩) আইআইইউপিএম, কোঝিকোড়ে
১৪) রাজা আরাবিক ইউনিভার্সিটি, নাগপুর
১৫) শ্রী বোধি অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন, পণ্ডিচেরি
১৬) গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, প্রয়াগ, এলাহাবাদ
১৭) নেতাজি সুভাষ চন্দ্র বসু বিশ্ববিদ্যালয়, আলিগড়
১৮) ভারতীয় শিক্ষা পরিষদ, লক্ষ্ণৌ
১৯) মহামায়া টেকনিক্যাল ইউনিভার্সিটি, নয়ডা
২০) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন, কলকাতা
২১) ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, কলকাতা