কোর্স সংক্রান্ত নতুন গাইডলাইন আনল UGC! খুশির হাওয়া পরীক্ষার্থীদের মধ্যে

বাংলা হান্ট ডেস্কঃ উচ্চ শিক্ষার জগতে পড়ুয়াদের জন্য এবার খুলে যাচ্ছে নতুন দিগন্ত। খুব তাড়াতাড়ি কোর্স সংক্রান্ত নতুন নিয়ম আনতে চলছে ইউজিসি (UGC)। যার ফলে আগামী দিনে কম সময়ের মধ্যেই দ্রুত পড়াশোনা শেষ করার ক্ষেত্রে আর কোন বাধা থাকবে না। এবার থেকে কম সময়ে দ্রুত শেষ করা যাবে উচ্চ শিক্ষাও।

ইউজিসি (UGC)-র নতুন গাইডলাইন

আগামী শিক্ষাবর্ষ থেকেই অর্থাৎ ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে এই নতুন প্রক্রিয়া চালু হয়ে যাবে। সম্প্রতি এমনটাই জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)। যদি কোনো পরীক্ষার্থী ৩ বছরের কিংবা ৪ বছরের স্নাতক ডিগ্রী কোর্স পূর্ণ মেয়াদের আগেই শেষ করতে চান তাহলে তার ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হবে।

এক্ষেত্রে তিন বছরের স্নাতক ডিগ্রি কোর্স মেয়াদ শেষের  ছ’মাস আগে আর চার বছরের কোর্স এক বছর আগেই শেষ করা যাবে। ফলে ডিগ্রিও মিলবে সময়ের আগেই। এপ্রসঙ্গে ইউজিসির চেয়ারম‌্যান এম জগদীশ কুমার জানিয়েছেন, আইআইটি মাদ্রাজের অধিকর্তা ভি কামাকোটির নেতৃত্বাধীন কমিটি এই সংক্রান্ত সুপারিশটি করেছিলেন, যা সম্প্রতি ইউজিসি (UGC) অনুমোদন করেছে।

আরও পড়ুন: ভারতীয় প্রধানমন্ত্রী পেলেন নাইজেরিয়ার সর্বোচ্চ সম্মান! উপহারে কী কী উঠল ঝুলিতে?

তিনি জানিয়েছেন যে সমস্ত শিক্ষার্থী ‘ফাস্ট লার্নার’ অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগেই পড়াশোনা শেষ করতে পারদর্শী, তাঁরা নিজেদের সুবিধা মতোই মেয়াদ পূর্তির আগেই কোর্স শেষ করে ফেলতে পারবেন। এরফলে তাঁরা নির্দিষ্ট সময়ের আগেই নিজেদের স্নাতক ডিগ্রিও পেয়ে যাবেন।

সম্প্রতি আইআইটি মাদ্রাজে ‘সাউথ জোন কনফারেন্স ফর অটোনোমাস কলেজেস অন ইমপ্লিমেন্টেশন অফ এনইপি ২০২০’ অনুষ্ঠানে জগদীশ কুমারের উদ্দেশ্যে  প্রশ্ন করা হয়েছিল একজন শিক্ষার্থী কত দ্রুত নিজের ইউজি (আন্ডারগ্র‌্যাজুয়েট) ডিগ্রি অর্জন করতে পারবে? উত্তরে তিনি জানান, ‘সেই শিক্ষার্থীর মেধার উপর তা নির্ভর করছে। যদি সে চায়, দু’বছরের মধ্যে পুরো কোর্স শেষ করতে তাহলে সেটা তার পক্ষে কষ্টকর এবং পরিশ্রমদায়ক হতে পারে। তাই আমাদের মনে হয়েছে, যে সব পড়ুয়ারা যথার্থ অর্থেই প্রতিভাবান, তাঁরা দ্রুত কোর্স শেষ করতে পারে ঠিকই, তবে তা মূল মেয়াদের ছ’মাস কিংবা বড়জোর এক বছর আগে। তবে যে সব পড়ুয়া চান নির্ধারিত পূর্ণ সময়ের মধ্যেই কোর্স শেষ করতে, তাহলে তাঁরা তা-ও করতে পারেন।’

UGC

সেইসাথে এই নতুন গাইডলাইন সম্পর্কে তিনি বলেছেন, ‘ইউজিসি-র তরফে ইতিমধ্যেই কোর্সের মধ্যে বহুমুখী প্রবেশ ও প্রস্থানের বিকল্প রাখা হয়েছে। শিক্ষার্থীরা এরও সুবিধা নিতে পারে। তারা প্রয়োজনমতো কোর্স থেকে বিরতি নিতে পারে এবং পরে ফিরে এসে এটি সম্পূর্ণ করতে পারে। একইসঙ্গে সময়সীমা বেছে নেওয়ার পরে তা আবার পাল্টানোও যাবে।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর