বাংলাহান্ট ডেস্ক : দেশ জুড়ে চলছে দীপাবলির উদযাপন। উৎসবের মরশুমে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর আনল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। UIDAI দুটি ভিন্ন পদে কর্মী নিয়োগ করতে চলেছে। অফলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে প্রার্থীদের। এই পদে আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।
লোক নিচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)
নিয়োগকারী সংস্থা : ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (Unique Identification Authority of India)।
কোন পদে নিয়োগ হবে : ডেপুটি ডাইরেক্টর, সিনিয়র অ্যাকাউন্টস অফিসার
মোট শূন্য পদের সংখ্যা : ২টি
শিক্ষাগত যোগ্যতা : এই পদের আবেদনের জন্য আবেদনকারীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট /কস্ট অ্যাকাউন্ট্যান্ট /এমবিএ / অ্যাকাউন্টস ক্যাডারের SAS বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও প্রার্থীর থাকতে হবে কম্পিউটার চালানো ও কাজের অভিজ্ঞতা।
বয়স সীমা : ১৮ থেকে ৫৬ বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন : সর্বনিম্ন ৫৬,১০০ টাকা থেকে সর্বোচ্চ ২,০৮,৭০০ টাকা পর্যন্ত প্রতিমাসে বেতন প্রদান করা হবে।
আরোও পড়ুন : Mutual Fund করেই বাজিমাত! সবচেয়ে বেশি লাভ এই রাজ্যের বাসিন্দাদের, বাংলা কোন পজিশনে?
নিয়োগ প্রক্রিয়া : www.uidai.gov.in পোর্টালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি : প্রার্থীদের আবেদন জানাতে হবে অফলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে A4 পেপারে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। তারপর সেই আবেদনপত্র প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনপত্র ও নথি পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা : Director (HR), Unique Identification Authority of India (UIDAI), Regional Office, 6th Floor, East Block, Swarna Jayanthi Complex, Beside Matrivanam, Ameerpet Hyderabad- 500038।
প্রয়োজনীয় নথি : বয়স প্রমাণের শংসাপত্র (জন্ম সনদ/প্রবেশপত্র বা মাধ্যমিক পরীক্ষার শংসাপত্র), পরিচয়ের প্রমাণপত্র (ভোটার কার্ড / প্যান কার্ড / আধার কার্ড), ১০ম থেকে শুরু করে শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার সমস্ত মার্কশীট এবং সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট / পূর্ব যোগ্যতা অভিজ্ঞতার প্রমাণপত্র ও দুটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
আবেদনের শেষ তারিখ : ২৪ ডিসেম্বর, ২০২৪।