বাংলাহান্ট ডেস্কঃ বিভিন্ন দেশের সঙ্গে বিরোধে লিপ্ত চীন (China) সরকার জিনপিং (Xi Jinping) এবার নিজের দেশের মধ্যেই কোণঠাসা হচ্ছে। দেশ মধ্যস্থ উইঘুর মুসলিমরা (Uyghur Muslim) এবার তাঁর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হল। বিশ্বের সমস্ত মুসলিম সম্প্রদায়কে জানানোর ব্যবস্থা করল, কিভাবে চীন সরকার জিনপিং তাঁদের উপর অত্যাচার চালাচ্ছে।
চীনে উইঘুর মুসলিমদের উপর অত্যাচার
চীনে উইঘুর মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, একথা জানার পরও চীনের সঙ্গে সমানভাবে বন্ধুত্বের সম্পর্ক অটুট রেখেছে পাক সরকার ইমরান খান। আন্তর্জাতিক জোট অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রিজ বা ওআইসিকে সতর্ক করে রুশান আব্বাস জানালেন, বন্ধু দেশের ভান করে উইঘুর মুসলিমদের উপর অত্যাচার চালাচ্ছে চীন সরকার। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ‘ইসলামের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘোষণা করেছে চীন’।
প্রতিবাদ জানাল দেশ মধ্যস্থ উইঘুররা
অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা এবং সর্বোপরি ভারতের পর এবার চীন থেকেই রাষ্ট্রপতি জিনপিং-এর বিরুদ্ধে আওয়াজ উঠল। শুক্রবার স্যোশাল মিডিয়ায় উইঘুর মুসলিম অধিকার রক্ষা কর্মী রুশান আব্বাস জানালেন, ‘চীনে বসবাসকারী উইঘুর মুসলিমদের উপর অত্যাচার চালাচ্ছে চীন সরকার। আশা করছি কোন মুসলিম দেশ এই বিষয়ে জানতে পারলে অবশ্যই উইঘুর মুসলিমদের পাশে দাঁড়াবে’।
Rushan Abbas’s plea to the Islamic countries, @OIC_OCI, @OIC_IPHRC, @icna, @concordiaforum, @MWLOrg_en, @FIOE_INFO, @MuslimAdvocates, @CAIRNational, @THEMWLLO and #Muslim Ummah pic.twitter.com/1NKhPowNmu
— Campaign For Uyghurs (@CUyghurs) July 9, 2020
চীন সরকারের অত্যাচার
তিনি জানিয়েছেন, পবিত্র কোরান নতুন করে লেখার চেষ্টা করেছে চীনা কমিউনিস্ট সরকার। মসজিদে যাওয়া থেকে বিরত থাকতে এবং নামাজ পড়তেও বাধা দেওয়া হচ্ছে উইঘুর মুসলিমদের। সর্বোপরি সালাম আলাইকুম বলে সম্বোধন করাও আইন বিরুদ্ধ বলে ঘোষণা করেছেন জিনপিং সরকার। মদ্যপান ও শুকরের মাংস খাওয়ার জন্য জোর খাটানো হচ্ছে তাঁদের উপর। এমনকি রমজানে উইঘুরদের রোজা রাখার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে।