বড় খবরঃ আজই পদত্যাগ করছেন মুখ্যমন্ত্রী! সরকারের উপর সঙ্কটের মেঘ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরাখণ্ডের ভারতীয় জনতা পার্টির সরকারে জারি সঙ্কট খুব শীঘ্রই নতুন রূপ নিতে চলেছে। মুখ্যমন্ত্রী তিবেন্দ্র সিং রাওয়াত মঙ্গলবার দুপুর ৪ টে নাগাদ রাজ্যপাল বেবি রানি মৌর্যর সঙ্গে সাক্ষাৎ করছেন। সেখানে তিনি নিজের ইস্তফাও দিতে পারেন। মঙ্গলবার দুপুরে ত্রিবেন্দ্র সিং একটি সাংবাদিক বৈঠক করবেন।

বিজেপির কয়েকজন বিধায়ক দ্বারা বিরোধিতা দেখানোর পর ত্রিবেন্দ্র সিং রাওয়াতের মুখ্যমন্ত্রীত্ব নিয়ে সঙ্কট দেখা দিয়েছে। এরপর কেন্দ্রীয় নেতৃত্ব দু’দিন ধরে এই নিয়ে বৈঠক করে। আর এরপরই জল্পনা ওঠে যে, মুখ্যমন্ত্রীর পদ থেকে ত্রিবেন্দ্র সিং রাওয়াতের ছুটি হতে পারে।

উত্তরাখণ্ড বিধানসভায় মোট ৭০ টি আসন আছে। বিজেপি ৫৬ জন বিধায়ক নিয়ে সংখ্যাগরিষ্ঠতা হাসিল করেছিল। আর কংগ্রেসের কাছে ১১ জন বিধায়ক এবং নির্দলীয় ২ জন বিধায়ক আছে। একটি আসন এখনও খালি আছে। যদিও ত্রিবেন্দ্র রাওয়াত ইস্তফা দিলেও বিজেপির সরকারের কোনও ক্ষতি হবে না। কিন্তু দলের অন্দরের কোন্দল বিজেপির সরকারের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে।

X