পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীকে প্রত্যর্পণের ছাড়পত্র দিলেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী, আনা হবে ভারতে

বাংলা হান্ট ডেস্কঃ পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক দুর্নীতি মামলায় দোষী নীরব মোদীর প্রত্যর্পণে ছাড়পত্র দিল ব্রিটেন। দীর্ঘদিন ধরে ব্রিটেনের আদালতে চলা মামলার পর অবশেষে সফলতা অর্জন করল ভারত। গত মাসে ব্রিটেনের আদালত আর্থিক তছরুপের মামলায় দোষী নীরব মোদীকে প্রত্যর্পণ করার ভারতের দাবি স্বীকার করেছিল। ব্রিটেনের আদালতে এই আইনি লড়াই প্রায় দ’বছর ধরে চলছে। ভারতে আনার পর নীরব মোদীকে মুম্বাইয়ের আর্থার রোড জেলে রাখা হবে।

সংবাদসংস্থা ANI অনুযায়ী, CBI এর আধিকারিক জানিয়েছেন যে, নীরব মোদীকে ভারতে আনার জন্য ছাড়পত্র মিলেছে। তিনি বলেন, ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই এই ছাড়পত্র দিয়েছেন। নীরব মোদীকে খুব শীঘ্রই ভারতে আনার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। উল্লেখ্য, নীরব মোদীর পর CBI তাঁর ভাই নিহাল মোদীর বিরুদ্ধেও পদক্ষেপ নিয়েছিল।


Koushik Dutta

সম্পর্কিত খবর