রাশিয়ার মার খেয়েও হয়নি শিক্ষা, এবার মা কালীর অর্ধনগ্ন ছবি টুইট করে ভারতকে চটালো ইউক্রেন

বাংলা হান্ট ডেস্ক : ফের বিদেশের মাটিতে হিন্দু দেবদেবীকে অপমানের ঘটনা ঘটল।কিছু দিন আগেই কানাডাবাসী ভারতীয় বংশোদ্ভূত পরিচালক লীনা মণিমেকালাইয়ের কালী পোস্টার নিয়ে বিতর্ক সৃষ্ট হয়। এবার সেই মা কালী নিয়েই আরও একটি বিতর্কিত ছবি পোস্ট করল ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক (Ukraine Defense Ministry)। তাঁরা একটি আর্টওয়ার্ক (Maa Kali artwork) প্রকাশ করেছে সামাজিক মাধ্যমে, যা নিয়ে শোরগোল শুরু হয়েছে বিশ্ব জুড়ে।

কী দেখা যাচ্ছে সেই ছবিতে? ছিবিটিতে দেখা যাচ্ছে ঘন কালো মেঘের ছবি। যার উপর দিয়ে শিল্পকর্ম করা হয়েছে। একটি নারী শরীর আঁকা হয়েছে ওই মেঘের উপর দিয়ে, যা দেখে হিন্দুদের দেবী মা কালীর মিল পাওয়া যাচ্ছে। সেই নারীর জিভ বের করা, গলায় মুণ্ডুমালা এবং ফুলের মালা। তবে হাতে খাঁড়া বা অসুরের মুণ্ডু নয়। হাতদু’টি জড়ো করে ধরে রাখা আছে পেটের নীচে। সেখানে মেঘটা উড়ন্ত স্কার্টের আকার নিয়েছে। ছবিটির সঙ্গে হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোর একটি বিখ্যাত ছবিরও মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা।

ukraine

ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রক রবিবার এই ছবিটি নিজেদের টুইটারে পোস্ট করেছে। যদিও এখন সেটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই পোস্ট দেখেই ক্ষোভে ফেটে পড়েন অনেকেই। এই ছবি হিন্দুদের ধর্মীয় বিশ্বাসকে উপহাস করছে বলে মনে করছেন নেটিজেনদের একাংশ। যদিও সেই টুইটার হ্যান্ডল থেকে বলা হয়েছে যে, এটি নেহাতই একটি শিল্পকর্ম। তবে তার সঙ্গে হিন্দু দেবীর মিল থাকা নিয়েই যত বিতর্কের সৃষ্টি।

প্রসঙ্গত, গতবছর জুন-জুলাই মাসে কানাডা নিবাসী ভারতীয় মহিলা চিত্র পরিচালক লীনা মণিমেকালাইয়ের ‘কালী’ ছবির পোস্টার নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছিল জাতীয় রাজনীতিতে। গেরুয়াবাদীদের অভিযোগ এই যে, ওই পোস্টারে মা কালী সিগারেট খাচ্ছেন, এটা হিন্দুদের অপমান, দেবীর অবমাননা।

এই নিয়ে যখন লীনার গ্রেফতারির দাবিতে সরব গেরুয়া শিবির, তখন তাঁর পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেছিলেন, মা কালী তো মদ-মাংসের দেবী। সিগারেট খেলে আপত্তি কীসের? যদিও দলীয় সাংসদের সেই মন্তব্যকে সমর্থন করেনি তৃণমূল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর