বাংলাহান্ট ডেস্ক : ক্রমেই আরও খারাপ দিকে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সোমবার বেলারুশে দু দেশ দীর্ঘক্ষণ আলোচনা চালালেও বিফল হয়েছে তা। সাক্ষরিত হয়নি যুদ্ধ বিরতি। ইতিমধ্যেই পরমাণু যুদ্ধের জন্য পারমাণবিক ত্রয়ী প্রস্তুত করছে রাশিয়া। একই সঙ্গে সামনে এসেছে একটি চমকপ্রদ স্যাটেলাইট চিত্র। যা দেখে রীতিমতো শিউরে উঠছেন বিশ্ববাসী। ছবিটিতে দেখা যাচ্ছে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগোচ্ছে ৮৪ কিলোমিটার দীর্ঘ একটি রাশিয়ান সেনার কনভয়। রাজধানী কিয়েভের দিকে এগোতে থাকা এই বিশাল কনভয়টিতে রয়েছে সেনাবাহিনীর ট্রাক, সাঁজোয়া গাড়ি, ট্যাঙ্ক এবং অগণিত রুশ সৈন্য। এবার যে কিয়েভের দখল নিতে মরিয়া রাশিয়া কার্যতই তারই প্রমাণ এই ছবি গুলি।
এর মধ্যেই এহেন পরিস্থিতিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে জরুরি একটি জরুরি বিতর্কের পক্ষে ভোট দিয়েছে ২৯ টি দেশ। আরও ১২ টি দেশ সহ ভারত বরাবরের মতই মুখে কুলুপ এঁটেছে এই ব্যাপারে। ভোটে অংশ নেয়নি তারা।
অন্যদিকে অপারেশন গঙ্গার অধীনে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিয়ে সপ্তম ফ্লাইটটিও এসে পৌঁছেছে দেশে। মঙ্গলবার সকাল নাগাদ রোমানিয়া থেকে মুম্বাই পৌঁছায় বিমানটি। এই বিশেষ বিমানে করে ঘরে ফিরলেন ১৮২ জন ভারতীয়। মুম্বাই বিমানবন্দরে দেশে ফেরা ছাত্রছাত্রীদের স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে।
ওদিকে পৃথিবীর যুদ্ধের রেশ গিয়ে পৌঁছেছে মহাকাশেও। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ক্রমেই চড়ছে দ্বন্দ্বের পারদ। এবার রাশিয়ার সাহায্য ছাড়াই নিজেদের স্পেস স্টেশন বানানোর দিকে এগোচ্ছে আমেরিকা। সেই কারণেই নিজেদের কাজকর্ম আরও বাড়াতে চাইছে নাসা। সব মিলিয়ে পরিস্থিতি এতটাই ঘোরতর যে তা এখন কোন দিক এগোবে সেটি অনুমান করতে রীতিমতো বেগ পেতে হচ্ছে তাবড় বিশ্লেষকদেরও।