বাংলাহান্ট ডেস্ক: সমীক্ষা বলছে জনসংখ্যার প্রায় ৭৫ শতাংশ লোক ফোনের প্রতি আসক্ত। মোবাইল ফোন ছাড়া এক প্রকার অসহায় বেশিরভাগ মানুষ। মোবাইলে শুধুমাত্র আড্ডা নয়, বর্তমানে মোবাইল ফোনে এত বেশি তথ্য পাওয়া যাচ্ছে যে নিজের থেকে দূরে রাখা যাচ্ছে না ফোন। তাছাড়াও অনলাইন গেম খেলেন বেশীরভাগ মোবাইল ব্যবহারকারীরা। পাবজি বা এই ধরনের অনলাইন গেম গুলি পথচারীরা রাস্তায় হাঁটতে হাঁটতেও খেলে। এই মোবাইল ব্যবহার করে রাস্তায় হাটতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন।
প্রায় খবরে শোনা যায় সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা হচ্ছে পথচারীদের। মোবাইল ফোনে কথা বলতে বলতে অনেক সময় এক পথচারীর সাথে অন্য পথচারীর ধাক্কা লাগছে। এমন কি ফোন ব্যবহার করতে করতে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে অনেকে। এইসব পথচারীদের কথা ভেবেই এবার ম্যানচেস্টার তৈরি করল নতুন রাস্তা।
ম্যানচেস্টার শহরের কিছু জায়গায় তৈরি হয়েছে ‘স্লো লেন’। এই স্লো লেন মূলত সেইসব পথচারীদের জন্য যারা রাস্তায় বেরিয়ে মোবাইল ঘাটেন বেশি। এই স্লো লেন ৭৫ ফিট দীর্ঘ একটি রাস্তা। সাধারণ ফুটপাতের পাশাপাশি চলছে এ রাস্তা। এই রাস্তা একেবারেই ভির হীন এবং মসৃণ। পথচারীরা রাস্তায় নিশ্চিন্তে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। এতে এড়ানো যাবে দুর্ঘটনা।