বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি মোদি সরকার (modi government) ভারতীয় সেনায়, (indian army) ৯৭ হাজার টাকা বেতনের চাকরির বিজ্ঞপ্তি দিয়েছিল। UKSSSC তে ১৪২ জন অ্যাকাউন্ট ক্লার্কের পদে চাকরির বিজ্ঞপ্তি দিল। সরকারি এই চাকরিটির বেতন সর্বোচ্চ ৬৯ হাজার ১০০ টাকা। যোগ্যতা উচ্চ মাধ্যমিক। জেনে নিন এক নজরে
আবেদন করার শেষ তারিখঃ ১৪ সেপ্টেম্বর ২০২০
শূন্যপদঃ ১৪২ অ্যাকাউন্ট ক্লার্ক
বেতনঃ ২১ হাজার ৭০০ টাকা থেকে – ৬৯ হাজার ১০০ টাকা ( লেভেল ৩)
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক (কমার্স)৷ কম্পিউটারে মিনিটে ৪০০০ শব্দ টাইপিং দক্ষতা
বয়সসীমাঃ ১৮ থেকে ৪২ ( ১ জুলাই ২০২০ পর্যন্ত)
আবেদন মূল্যঃ ৩০০ (সাধারণ শ্রেণী), ১৫০ (সংরক্ষিত)
আবেদন মূল্য জমা করার শেষ দিনঃ ১৬ সেপ্টেম্বর ২০২০
নিয়োগ পদ্ধতিঃ লিখিত এবং টাইপিং দক্ষতা
ওয়েবসাইটঃ sssc.uk.gov.ইন
প্রসঙ্গত, ইন্ডিয়ান আর্মি (indian army) ও আর্মড ফোর্সে মেডিক্যাল সার্ভিস পদে নিয়োগ করতে চলেছে মোদি সরকার (modi government) । বেতন মাসিক ৯৭ হাজার টাকা। সারা দেশের প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৬ আগস্ট ২০২০।
শূন্যপদঃ মোট শূন্যপদ- ৩০০ জন। ( ২৭০ জন ছেলে ও ৩০ জন মেয়ে)
আবেদনের শেষ তারিখঃ ১৬ আগস্ট ২০২০
শিক্ষাগত যোগ্যতাঃ ডাক্তারি ডিগ্রি। মেডিক্যাল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। ৩০ জুনের আগে যারা ইন্টার্নিশিপ শেষ করেছেন তারা আবেদন করতে পারবে
নিয়োগ পদ্ধতিঃ মেডিক্যাল পরীক্ষা এবং ইন্টারভিউ
আবেদন ফিঃ ২০০ টাকা (অনলাইনে জমা করতে হবে)
ইন্টারভিউঃ ৩১ আগস্ট ২০২০
ইন্টারভিউ স্থানঃ দিল্লি সেনা হাসপাতাল
বেতনঃ ৯৭ হাজার টাকা
ওয়েবসাইটঃ www.amcsscentry.gov.in