বাংলা হান্ট ডেস্ক :৯ নভেম্বর তারিখে দেশের শীর্ষ আদালতের রায় ঘোষনা হওয়ার সঙ্গে সঙ্গেই মামলার রায়কে স্বাগত জানিয়ে সুন্নি ওয়াকফ বোর্ড মামলার রায়ে তাঁরা সন্তুষ্ট নয় বলে জানিয়েছিল। যদিও আদালতে রিভিউ পিটিশন দায়ের করা হবে না বলে জানিয়েছিল বোর্ড। কিন্তু অযোধ্য়া মামলার বিকল্পজমি মুসলিমরা নেবে কি না তা নিয়ে কিন্তু দ্বন্ধ ছিল। পাশাপাশি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফেও আদালতে রিভিউ পিটিশন দায়ের করার কথা জানানো হয়।
এরপর সোমবার দেশের শীর্ষ আদালতে প্রথম অযোধ্য়া মামলার রিভিউ পিটশন দায়ের করল জমিয়ত উলামায়ে হিন্দ।
শীর্ষ আদালতের রায়কে পর্যালচনা করার দাবি তুলেছে সংগঠন। বাবারি মসজিদ অ্যাকশন কমিটি রায় মেনে নিলেও তা মানতে নারাজ সংগঠন।
উল্লেখ্য, আদালতের রায়ে হিন্দুদের অযোধ্য়ার বিতর্কিত জমিতেই মন্দির নির্মানের কথা জানানো হয়েছে। যদিও মুসলিমদের বিতর্কিত জমি দেওয়ার রায় দিয়েছে। কিন্তু, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের পাঁচ সদস্য়ের বোর্ডের এই রায় মানতে একপ্রকার নারাজ বোর্ড।
#Breaking | TIMES NOW accesses Jamiat Ulema-e-Hind’s petition against the Ayodhya verdict.
Listen in: TIMES NOW’s Heena Gambhir & Harish Nair take us through the petition. pic.twitter.com/r6pCdrhegP
— TIMES NOW (@TimesNow) December 2, 2019
তাই রায়কে চ্যালেঞ্জ জানানো হয়েছে। গত নভেম্বর মাস থেকেই আইনি সাহায্য় নিয়ে এবার মামলা দায়ের করল। উল্লেখ্য়, সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে, অযোধ্য়ায় রাম মূর্তি স্থাপনের অনেক আগে থেকেই নাকি নামাজ পড়া হত। আর সেই ইস্যুকে কেন্দ্র করেই আদালতের দ্বারস্থ হয়েছে জমিয়ল উলামায়ে হিন্দ।