মহিলাকে যৌন হেনস্থা, মামলা দায়ের পর্ন ছবির অ্যাপ ‘উল্লু’র সিইও বিভু আগরওয়ালের বিরুদ্ধে

বাংলাহান্ট ডেস্ক: যৌন নিগ্রহের মামলায় আবারো তোলপাড় বলিউড। প্রযোজনা সংস্থা উল্লু ডিজিটাল প্রাইভেট লিমিটেড এর প্রধান বিভু আগরওয়ালের (vibhu agrawal) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছে মুম্বই পুলিস। এক মহিলাকে যৌন হেনস্থা করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে বিভুর বিরুদ্ধে।

সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, কোম্পানির ভারতীয় সংস্থার প্রধান অঞ্জলি রায়নাকেও পুলিস গ্রেফতার করেছে এই মামলায়। পুলিস সূত্রে জানা যাচ্ছে, সংস্থার আন্ধেরির অফিসে এক মহিলাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে। অফিসের স্টোর রুমে হেনস্থা করা হয় বছর আঠাশের ওই মহিলাকে।

Ullu d
উল্লেখ‍্য, এমন অভিযোগ এই প্রযোজনা সংস্থার বিরূদ্ধে নতুন নয়। এর আগে অশ্লীল ও পর্নোগ্রাফিক ছবি তৈরির জন‍্য ফেঁসেছিল এই সংস্থা। সেবারেও রাতারাতি সংবাদ শিরোনামে উঠে এসেছিল এই প্রযোজনা সংস্থা তথা বিভু আগরওয়াল। এবারে ফের বড়সড় অভিযোগে ফাঁসলেন এই ছবি নির্মাতা।

জানিয়ে রাখি, ২০১৩ সালে ‘বাত বন গয়ি’ নামে একটি ছবির প্রযোজনা করেন বিভু আগরওয়াল। এরপর ২০১৯ এ ‘উল্লু’ অ্যাপটি লঞ্চ করেন তিনি। হিন্দি ও ইংরেজি ভাষায় বেশ কয়েকটি বোল্ড ভিডিও রয়েছে এই অ্যাপে। পাশাপাশি অ্যাডাল্ট ছবিও পাওয়া যায় এই অ্যাপে। তাও আবার হিন্দি ও ইংরেজি ছাড়াও ভোজপুরি, পঞ্জাবি, তামিল, মারাঠি ও তেলুগু ভাষায়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার মুম্বইয়ের একটি নগরদায়রা আদালত জানায় আগামী ১০ অগাস্ট পর্ন কাণ্ডে গ্রেফতার রাজ কুন্দ্রা এবং তাঁর সহকারী রায়ান থর্পের জামিনের আবেদনের শুনানি হবে। এর আগে তাঁদের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল। রাজ ঔ রায়ান দুজনেই সেই রায়কে চ‍্যালেঞ্জ জানিয়েছিলেন। আপাতত দুজনে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর