বাংলাহান্ট ডেস্ক : অবশেষে উলুবেরিয়া থেকে নতুন বাস পরিষেবা (Bus Service) শুরু হল বারাসাত পর্যন্ত। যাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে বুধবার এই বাস পরিষেবার সূচনা করলেন রাজ্য পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়। সরকারি সূত্রে খবর, রাজ্য পরিবহণ দপ্তর উলুবেড়িয়া-বারাসাত রুটে ২৬ টি বাস চালানোর অনুমতি প্রদান করেছে।
এক বাসেই (Bus Service) উলুবেড়িয়া থেকে বারাসাত
বুধবার এই রুটের ১০টি বাস উদ্বোধন করেন পুলক রায়। ধাপে ধাপে আগামী দিনে অন্যান্য বাসগুলিকেও রুটে নামানো হবে বলে জানানো হয়েছে। আপাতত ৪০ মিনিট অন্তর বাস পরিষেবা পাওয়া যাবে। তবে আগামী দিনে যাত্রীরা ২০ মিনিট অন্তর বাস পরিষেবা পাবেন।উলুবেড়িয়া স্টেশন হয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কোনা এক্সপ্রেস দিয়ে ডোমজুড়ের সলপ হয়ে দক্ষিণেশ্বর-মধ্যমগ্রাম পেড়িয়ে বারাসাত পৌঁছবে এই বাস।
প্রশাসন মনে করছে নতুন এই বাস রুটের ফলে উপকৃত হবেন উত্তর ২৪ পরগনা ও হাওড়ার সাধারণ মানুষ। নতুন বাস পরিষেবার (Bus Service) উদ্বোধন করে পুলক রায় আরো জানান, খুব শীঘ্রই উলুবেরিয়া (Uluberia) বাসস্ট্যান্ডের কাজ শুরু করা হবে। অর্থ দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই বরাদ্দ করা হয়েছে টাকা।
আরোও পড়ুন : ধর্মের টানে ছেড়েছিলেন বলিউড, মা হওয়ার বছর ঘুরতেই দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা প্রাক্তন অভিনেত্রী
উলুবেড়িয়া থেকে এবার আর ঘুরপথে বারাসাত (Barasat) পৌঁছতে হবে না যাত্রীদের। এক বাসে চেপেই উলুবেরিয়া থেকে বারাসাত ও বারাসাত থেকে উলুবেরিয়া পৌঁছতে পারবেন যাত্রীরা। তাই এই বাস পরিষেবার ফলে উপকৃত হবেন দুই জেলার অসংখ্য মানুষ। স্বাভাবিকভাবেই উলুবেড়িয়া নিত্যযাত্রীরা খুশি এহেন উদ্যোগে।
স্থানীয় মানুষরা জানিয়েছেন, উলুবেড়িয়া থেকে বারাসাত পর্যন্ত সরাসরি বাস পরিষেবা (Bus Service) শুরুর দাবি ছিল বহুদিন ধরেই। তাদের দাবিকে মান্যতা দিয়ে প্রশাসন এই রুটে বাস পরিষেবা শুরু করায় অত্যন্ত আনন্দিত তারা। নতুন এই বাস পরিষেবার ফলে আরো সহজ হবে দুই জেলার যোগাযোগ ব্যবস্থা।