দেশদ্রোহীতায় অভিযুক্ত উমর খালিদকে ‘সুপার হিরো” আখ্যা প্রকাশ রাজের, বললেন আমি গর্ব করি …

বাংলাহান্ট ডেস্ক : রাষ্ট্রদ্রোহের অভিযোগে জেলে বন্দি উমর খালিদ (Umar Khalid) নাকি ‘সুপ্রিম হিরো’। এমনই মন্তব্য করলেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj)। প্রকাশ রাজ একজন দুর্দান্ত অভিনেতা। এরই সঙ্গে ‘হ্যাশট্যাগ জাস্ট আস্কিং’ (#Just Asking) সিরিজের জন্যও যথেষ্ট বিখ্যাত। এই সিরিজে প্রকাশ রাজ সিনেমা জগৎ থেকে রাজনীতিতে জগৎ পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে নিজের বক্তব্য সামনে রাখেন। এবারেও তিনি তেমনই বিস্ফোরক কিছু বলে সংবাদের শিরোনামে উঠে এলেন।

একদিকে হাইকোর্টে জামিন পাওয়ার জন্য প্রবল প্রচেষ্টা চালাচ্ছে দেশদ্রোহী মামলায় অভিযুক্ত উমর খালিদ। অপরদিকে উমরকে ‘বর্তমান সময়ের সুপ্রিম হিরো’ বলে উল্লেখ করে বিতর্ককে উস্কে দিলেন প্রকাশ। তিনি আরও লেখেন, ‘আমি গর্বিত উমর খালিদের সময় জন্ম নিয়ে।’ তবে এটাই প্রথম নয়। এর আগেও ‘ফ্রী উমর খালিদ’, ‘ফ্রী পলিটিক্যাল প্রিজনার্স’ স্লোগানও একাধিকবার তুলেছেন এই দক্ষিণী অভিনেতা।

প্রকাশ রাজ তাঁর সোশিয়লজি মিডিয়া একাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে উমর খালিদের সঙ্গে সংশোধনাগারে দেখা করতে এসেছে তার ভাগ্না। যে ব্যক্তি এই ভিডিও পোস্ট করেছেন তিনি লিখেছেন, ‘ এই ছোট বাচ্ছাটাকে আমরা কী বলবো? কেন তার মামা বন্দী? তার মামা একজন ভালো মানুষ বলেই আজ বন্দী? তার মামা অসহায় মানুষের জন্য লড়াই করতো। তার মামা আমেরিকা যেতে পারত, কিন্তু দেশ ছেড়ে সে যায় নি।’ এই ভিডিও শেয়ার করে প্রকাশ রাজ উমর খালিদকে একজন ‘সুপ্রিম হিরো’ বলে উল্লেখ করেছেন।

কেন জেলে উমর খালিদ? উমর খালিদ ২০২০ সালের ফেব্রুয়ারী দাঙ্গার “মাস্টারমাইন্ড” হিসেবে সন্ত্রাসবিরোধী আইনে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে অভিযুক্ত হন। এই ঘটনায় মোট ৫৩ জন মারা গিয়েছিল এবং ৭০০ জনেরও বেশি আহত হয়েছিল। দিল্লি দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্র মামলায়। ১৮ জনকে অভিযুক্ত করা হয়েছে, তবে এখনও পর্যন্ত জামিন পেয়েছেন মাত্র ৬ জন। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনাকে ‘প্রাক-পরিকল্পনা’ করার অভিযোগে দাঙ্গায় উসকানি দেওয়া, ধর্মীয় শত্রুতা প্রচার করা, উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার মতো আইপিসি ধারায় কারাদণ্ড হয় উমর খালিদের।

Sudipto

সম্পর্কিত খবর