বাংলা হান্ট নিউজ ডেস্ক: মারা গিয়েছেন ভারতের তারকা পেসার উমেশ যাদবের (Umesh Yadav) বাবা তিলক যাদব। মৃত্যুকালে ৭৪ বছর বয়স হয়েছিল তার। এই মুহূর্তে ভারতীয় দলের (Team India) হয়ে মাঠে নামছেন না উমেশ। কিন্তু তার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনায় শোকপ্রকাশ করেছে গোটা বিশ্ব। তবে এই ব্যাপারে উমেশ যাদবের কোনও বক্তব্য তাৎক্ষণিক ভাবে সামনে আসেনি।
তবে ওই ঘটনার দুদিন পর অবশেষে নিজের বাবাকে নিয়ে মনের কথা প্রকাশ করলেন উমেশ। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি আবেগঘন পোস্ট করেছেন তিনি। শনিবার রাত ১২ টা নাগাদ উমেশ নিজের বাবার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন, “বাবা, আমার কাঁধে আপনার পথপ্রদর্শক হাত চিরকাল থেকে যাবে। ভগবান শিব আপনার আত্মাকে চির শান্তি প্রদান করে আশীর্বাদ করুক।”
Dad, your guiding hand on my shoulder will remain with me forever.
May Lord Shiva bless your soul with eternal peace. pic.twitter.com/WgOAJYN7uh— Umesh Yaadav (@y_umesh) February 24, 2023
;
দিল্লি টেস্টের পরেই উমেশ যাদব সহ গোটা ভারতীয় দল তৃতীয় টেস্টের মাঝে থাকা বেশ কিছুদিনের ব্যবধান কাজে লাগিয়ে নিজেদের বাড়ি ফিরে গিয়েছিলেন। ২২শে ফেব্রুয়ারি অর্থাৎ গত বুধবার উমেশের বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নিজের নাগপুরের বাসভবনে। জানা যাচ্ছে তিলক যাদব পেশায় একজন কয়লা খাদানের শ্রমিক ছিলেন। ২৩শে জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে তিলকের।
তবে এমনটা যে হতে পারে সেটা একেবারেই অপ্রত্যাশিত ছিল না। কারণ বিগত কয়েক মাস ধরে তিনি অত্যন্ত অসুস্থ ছিলেন। বেসরকারি হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় টাকা খরচ করে চিকিৎসা করেও তার স্বাস্থ্যের উন্নতি ঘটানো যায়নি। তাই নিরুপায় হয়ে তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়। তারপরে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন উমেশের পিতা।
শেষবার উমেশ যাদব ভারতীয় দলের হয়ে খেলেছিলেন গত বছরের সেপ্টেম্বর মাসে। ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে মাঠে নেমেছিলেন তিনি। একেবারেই প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। তাই শুধুমাত্র টেস্ট ফরম্যাটেই আপাতত সীমাবদ্ধ ছিলেন তিনি।