পাক ফিল্ডারের নিখুঁত থ্রোয়ে জখম আম্পায়ার! ক্ষমা চাইতে পা ধরলেন নাসিম শাহ?

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলছে নিউজিল্যান্ড। পাকিস্তানের বিরুদ্ধে আজ প্রথমে ব্যাটিং করে কেন উইলিয়ামসনের ৮৫ এবং ডেভন কনওয়ের শতরানে ভর করে ২৬১ রান তুলেছে। জবাবে ব্যাট করতে নেমে ৩৬ ওভারের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেললেও বাবর আজমের ব্যাটে ভর করে লড়াই করছে পাকিস্তান।

কিন্তু আজ নিউজিল্যান্ডের ইনিংস চলাকালীন আম্পায়ারকে কেন্দ্র করে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। নিউজিল্যান্ড বনাম পাকিস্তান সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচের দায়িত্ব ছিলেন আমার আলিম ডার। ৫৪ বছর বয়সে আম্পায়নের কপালে আজ লেখা ছিল ভোগান্তি।

পাকিস্তানের ফিল্ডিং চলাকালীন মহম্মদ ওয়াসিম জুনিয়র উইকেট লক্ষ্য করে একটি থ্রো করেছিলেন। কিন্তু তার সেই থ্রো লক্ষ্যভ্রষ্ট হয়েছিল এবং আলিম দার ওই থ্রোয়ের লাইন থেকে সরে যাওয়ার চেষ্টা করলেও তিনি সেই চেষ্টায় সফল হননি।

ভিডিওতে দেখা যায় যে ওয়াসিমের ওই থ্রো সরাসরি এসে লাগে আম্পায়ারের গোড়ালিতে। যন্ত্রণায় হাতে থাকা বোলারের জার্সি ছুঁড়ে ফেলে দেন তিনি। এই ঘটনায় অনেকে অসন্তুষ্ট হয়েছেন থেকেই কিন্তু ওই সময় যন্ত্রণায় আলিমের মাথার ঠিক ছিল না।

সেই সময়ে পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে প্রথমে কিছুক্ষণ হাসতে এবং তারপর এগিয়ে জখম আম্পায়ারের সাথে কথা বলতে দেখা যায়। কিন্তু তরুণ পিছনের নাসিম শাহ এগিয়ে এসে আম্পায়ারের পায়ের ব্যথা জায়গায় মালিশ করে দেন। গত ম্যাচে ৫ উইকেটে নেওয়ার পর আজ ৩ উইকেটে নিয়েছিলেন নাসিম। দুর্দান্ত পারফরম্যান্স করার পাশাপাশি তিনি ভক্তদের মনও জিতছেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর