ক্রিকেট মাঠে ভয়াবহ দুর্ঘটনা! ব্যাটারের শটে গুরুতর আহত আম্পায়ার, ভর্তি হাসপাতালে

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেট মাঠে খেলতে খেলতে খেলোয়াড়রা প্রায়শই চোটের সম্মুখীন হন। এমনকি, কিছু কিছু ক্ষেত্রে দুর্ঘটনা এতটাই গুরুতর হয়ে যায় যে তা হয়ে ওঠে প্রাণঘাতী। তবে, খেলোয়াড়দের পাশাপাশি খেলা পরিচালনাকারী আম্পায়াররাও (Umpire Injury) এই দুর্ঘটনার শিকার হন। এবারেও ঠিক এইরকমই এক ঘটনা ঘটেছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

ব্যাটারের শটে গুরুতর আহত আম্পায়ার (Umpire Injury):

মূলত, এবার এমন একটি ঘটনা ঘটেছে যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে অস্ট্রেলিয়ায় এবার এক আম্পায়ার খেলা চলাকালীন গুরুতর চোটের (Umpire Injury) সম্মুখীন হয়েছেন। ব্যাটারের সজোরে মারা বল সরাসরি তাঁর মুখে এসে লাগে। ইতিমধ্যেই তাঁর আঘাত কতটা গুরুতর সেই সংক্রান্ত ছবি সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

Umpire Injury by the batter's shot.

উল্লেখ্য যে, একদিকে পার্থে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট ম্যাচের জন্য জোরদার প্রস্তুতি চলছে। অন্যদিকে দক্ষিণ পার্থে থার্ড গ্রেডের ম্যাচ চলাকালীন একজন ব্যাটার দুর্দান্ত স্ট্রেট ড্রাইভ খেললেও সেই বল আম্পায়ার টনি ডিনোব্রেগার মুখে লেগে যায় (Umpire Injury)। তিনি এতটাই গুরুতর আঘাতের সম্মুখীন হন যে, তাঁকে দ্রুত ভর্তি করা হয় হাসপাতালে।

আরও পড়ুন: তৈরি হল নজির! ISRO-র স্যাটেলাইট GSAT-N2-র সফল উৎক্ষেপণ করল SpaceX, দেখুন ভিডিও

বল লেগেছিল আম্পায়ারের মুখে: দক্ষিণ পার্থের চার্লস ভার্ডিয়ার্ড রিজার্ভে থার্ড গ্রেডের একটি টুর্নামেন্টে ম্যাচটি খেলা হচ্ছিল। সেই সময়ে আম্পায়ারিং করছিলেন টনি। তখন দলের এক ব্যাটার খেলেন বিপজ্জনক শট। সেই শটটি এতটাই দ্রুত এবং সোজা ছিল যে আম্পায়ার টনি নড়াচড়া করার সময় পাননি এবং বল সরাসরি তাঁর মুখে লেগে যায় (Umpire Injury)। এরপরে, টনিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

আরও পড়ুন: “কাঙাল” পাকিস্তানে একি কাণ্ড! ১.২৫ কোটি টাকা ব্যয়ে ২০,০০০ জনকে “ভোজ” খাওয়ালেন ভিক্ষুক পরিবার

টনির মুখ, চোখ ও ঠোঁটে প্রচণ্ড ফোলাভাব রয়েছে। তবে, তাঁর মুখের কোনও হাড় ভেঙে যায়নি। ওয়েস্ট অস্ট্রেলিয়া আম্পায়ার অ্যাসোসিয়েশনের তরফে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে একটি ফেসবুক পোস্টে জানানো হয়েছে, টনির মুখের গুরুতর আঘাতের (Umpire Injury) কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এবং তাঁর অস্ত্রোপচারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। সেখানে আরও বলা হয় যে, ব্যাটারের স্ট্রেট ড্রাইভ টনির মুখের পাশে আঘাত করে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X