ভাইরাল ভিডিওঃ শোয়েব আখতারের মতো জোরে বোলার পেল ভারত, অভিষেক ম্যাচেই ভাঙলেন ৫টি অদ্ভুত রেকর্ড

বাংলা হান্ট ডেস্কঃ আইপিএলে চিরকালই নতুন প্রতিভারা নিজেদের তুলে ধরার জন্য একটি মঞ্চ পায়। আজ ভারতীয় দলের একাধিক নামী বোলারের জন্ম এই আইপিএল থেকেই। তাদের মধ্যে যেমন রয়েছেন জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, নটরাজনরা, তেমনি আবার সাইনি, চাহারদেরও জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে আইপিএলই। এবার ফের একবার নতুন প্রতিভা বিকাশের মঞ্চ হয়ে দাঁড়াল আইপিএল। নিজের প্রথম আইপিএল অভিষেকেই পরপর বেশ কয়েকটি রেকর্ড গড়ে সংবাদ শিরোনামে উঠে এলেন এক তরুণ জোরে বোলার।

কলকাতার বিরুদ্ধে নটরাজনের জায়গায় কাশ্মীরি বোলার উমরান মালিককে সুযোগ দিয়েছিলেন হায়দ্রাবাদ অধিনায়ক উইলিয়ামসন। আর প্রথম ম্যাচেই দুরন্ত গতি দিয়ে কার্যত সবাইকে চমকে দিলেন এই প্রতিভাধর জোরে বোলার। এমনকি ভারতীয় হিসেবে আইপিএলে বুমরাহ, শামি, সিরাজদের পিছনে ফেলে সবচেয়ে জোরে বল করার রেকর্ডটিও করে ফেললেন উমরান। নিজের প্রথম ওভারের তৃতীয় বলই উমরান করেছিলেন ১৫০.০৬ কিলোমিটার/ঘন্টা গতিতে। যা ভারতীয় হিসেবে এই মুহূর্তে আইপিএলে একটি রেকর্ড। এর আগে এই রেকর্ডটি ছিল সিরাজের নামে। (১৪৭.৬৮ কিমি/ঘন্টা)

শুধু তাই নয় এরই সাথে সাথে আরও বেশ কয়েকটি রেকর্ড করে ফেলেছেন ২১ বছরের এই তরুণ। উমরানই একমাত্র বোলার যিনি নিজের অভিষেক ম্যাচে এত দ্রুত গতিতে বল করেছেন। আইপিএলে সেরা দশটি দ্রুততম বলের মধ্যেও তৃতীয় স্থানে রয়েছে উমরানের এই বল। আগেই জানিয়েছি উমরানের বয়স মাত্র ২১। এখনও পর্যন্ত তার বয়সী কোন জোরে বোলার ১৫০ কিমি /ঘন্টা -এর বেশি গতির বল করতে পারেননি। তাই এটিও একটি রেকর্ড।

https://twitter.com/IAmWithYou18/status/1444922067393024001?t=uxb-Z1RS9WHcwIJdzk3VDg&s=19

প্রসঙ্গত উল্লেখ্য কাশ্মীর থেকে সুযোগ পাওয়া তৃতীয় খেলোয়াড় হিসেবে এবার আইপিএলে অভিষেক করলেন এই জোরে বোলার। এর আগেই আইপিএল দলে সুযোগ পেয়েছেন পারভেজ রসুল, আব্দুল সামাদের মত কাশ্মীরি খেলোয়াড়রা। উমরানের এই দ্রুত গতির বল দেখে অনেকেই তাঁকে কাশ্মীরি শোয়েব আখতার বলেও ডাকতে শুরু করেছেন। যদিও নিজের প্রথম ম্যাচে পাঁচ পাঁচটি রেকর্ড গড়লেও কোন উইকেট শিকার করতে পারেননি উমরান। আশা করা যায় পরবর্তী ম্যাচগুলিতে উইকেট শিকারের ভাগ্যও খুলবে।

 

Abhirup Das

সম্পর্কিত খবর