শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে গাভাস্কারকে ধন্যবাদ জানালেন উমরান! দেখছেন টেস্ট খেলার স্বপ্নও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত দুই বছর ধরে জম্মু-কাশ্মীরের ফাস্ট বোলার উমরান মালিককে (Umran Malik) নিয়ে অত্যন্ত আশাবাদী ক্রিকেট বিশেষজ্ঞরা। তরুণ গতিশীল পেসার ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পেয়েছেন এবং ওডিআই ফরম্যাটে তিনি কিছুটা ভরসাযোগ্য পারফরম্যান্স করেছেন। ভারতীয় তারকা এখনো বেশ কিছুটা দ্রুত হারে রান বিলিয়ে থাকেন। কিন্তু অনেক বিশেষজ্ঞই পরামর্শ দিয়েছে যে এই বয়সটাই তাকে নিজের মত বোলিং করতে দেওয়া উচিত। তার ওপর অত্যন্ত বেশি কিছু চাপিয়ে দেওয়া উচিত না, তাহলে তিনি নিজের স্বাভাবিক খেলাটা অর্থাৎ ঘন্টায় নিয়মিত ১৫০ কিমি-র ওপর গতিতে বল করার ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন।

উমরান মালিকের বোলিং দেখে অত্যন্ত খুশি হয়েছিলেন ভারতের প্রাক্তন ওপেনার সুনীল গাভাস্কার (Sunil Gavaskar) কিংবদন্তি ক্রিকেটার জানিয়েছিলেন যে তিনি জম্বু-কাশ্মীরের পেসারের বোলিং দেখতে অত্যন্ত আগ্রহ বোধ করেন। ভারতের মাটিতে এমন বলার খুব কম এসেছে যারা এত দ্রুতগতিতে ধারাবাহিকভাবে বোলিং করে যেতে পারে। তাই উমরানের বিষয়ে কথা বলতে গিয়ে গাভাস্কার বলেছিলেন যে শেষবার তিনি সচিনকে (Sachin Tendulkar) দেখে এতটা উচ্ছ্বসিত হয়েছিলেন যতটা এখনো উমরান মালিককে দেখে হন।

এই কথাটি গতবছর বলেছিলেন সুনীল গাভাস্কার। এখন উমরান এই বিষয়ে জানার পর তিনি অত্যন্ত খুশি হয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন গাভাস্কারকে। তিনি বলেছেন, “আপনার বিষয়ে যখন কেউ ভালো কথা বলে তখন তো ভালো লাগবেই। আর সেটা যদি হন সুনীল গাভাস্কারের মত কিংবদন্তি তাহলে সেই আনন্দটা হয় আরও বেশি। আমি চেষ্টা করব তার এবং ভারতীয় সমর্থকদের প্রত্যাশা পূরণ করার।”

malik umran

উমরান মালিক এখনো ভারতের হয়ে মাত্র ৮ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই ৮টি আন্তর্জাতিক ম্যাচে তিনি মোট ৯টি উইকেট নিয়েছেন। কিন্তু তার ইকোনমি রেট অত্যন্ত উঁচুর দিকে। সেই নিয়ে তিনি কাজ করছেন এবং তার পাশাপাশি তার মনে রয়েছে ভারতের হয়ে টেস্ট ফরম্যাটে খেলার স্বপ্ন। এখনো অবধি বৃহত্তম ফরম্যাটে, ভারতীয় স্কোয়াডে (Team India) ডাক পাননি তিনি।

এই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, “আমাকে যখন যে ফরম্যাটে খেলার সুযোগ দেওয়া হবে আমি সেখানে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। তবে হ্যাঁ এটাও আমার স্বপ্ন যে দেশের হয়ে সাদা জার্সি পরিধান করে মাঠে নামা। এখনো অনেক কিছু পাওয়া বাকি রয়েছে।” আপাতত উমরান রয়েছেন ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় স্কোয়াডে। থেকে আরম্ভ হওয়া সেই সিরিজে হয়তো নিয়মিত খেলতে দেখা যেতে পারে তাকে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর