বাংলা হান্ট নিউজ ডেস্ক: অভাবনীয় ম্যাচ, উমরান মালিকের আগুনে বোলিং, ঋদ্ধিমানের দুরন্ত ব্যাটিং, অভিষেক শর্মা ও মার্করমের দুরন্ত পার্টনারশিপ এবং শেষপর্যন্ত রশিদ খান ও রাহুল তেওয়াটিয়া অসাধারণ ফিনিশ, সব মিলিয়ে বুধবার রাতে ২৪০ বলের, ৩৯৪ রানের এবং ১১ উইকেটের একটি অসাধারণ ম্যাচের পর ফর্মে থাকা সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে রাজস্থানকে টপকে লিগশীর্ষে নিজেদের অবস্থান মজবুত করলো হার্দিকের গুজরাট। মনে রাখার মতো অবিস্মরণীয় পারফরম্যান্স উপহার দিলেন ঋদ্ধিমান সাহা ও উমরান মালিক।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দরাবাদ। কেন উইলিয়ামসন এবং ৩ নম্বরে নামা রাহুল ত্রিপাঠিকে দ্রুত হারাতে হলেও রুখে দাঁড়ান অপর ওপেনার অভিষেক শর্মা। তাকে যোগ্য সঙ্গত দেন দক্ষিণ আফ্রিকান তারকা এইডেন মার্করম। দুজনের মধ্যে ৯৬ রানের পার্টনারশিপ করেন। অভিষেক ৬৫ এবং মার্করম ৫৬ রান করেন। শেষদিকে ৬ বলে ২৫ রানের দুরন্ত ক্যামিও খেলে হায়দরাবাদের স্কোরকে ১৯৫ অবধি নিয়ে যান শশাঙ্ক সিং। ৩ উইকেট নেন মহম্মদ শামি। দুরন্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ১ উইকেট নেন যশ দয়াল।
রান তাড়া করতে নেমে গত দুই ম্যাচের ব্যর্থতা ভুলিয়ে ভয়ংকর ভাবে ফর্মে ফেরেন ঋদ্ধিমান সাহা। মার্কো জেন্সন থেকে শুরু করে ভুবনেশ্বর কুমার, কেউই তার ব্যাটের হাত থেকে রেহাই পাননি। পাওয়ার প্লে-তে ৫৯ রান তোলে গুজরাট। ঋদ্ধিমান সাহা এরপর ২৮ বলে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করেন যা ছিল চলতি মরশুমে এবং নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে ঋদ্ধির প্রথম অর্ধশতরান।
একসময় মনে হচ্ছিল গুজরাট সহজেই ম্যাচ জিতবে। কিন্তু গুজরাট ব্যাটিং লাইন আপ-কে জোর ধাক্কা দেন জম্বু কাশ্মীরের গতিদানব উমরান মালিক। দুরন্ত বোলিং করে নিজের ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। তার বোলিংয়ের সামনে একে একে ফিরে যান শুভমান গিল (২২), হার্দিক পান্ডিয়া (১০), ডেভিড মিলার (১৭)। ফর্মে থাকা সেট ঋদ্ধিমান সাহা-কে তিনি ফেরান দুরন্ত ইয়র্কারে। কিন্তু ৩৮ বলে ১১ টি চার ও ১ টি ছক্কা সহ ৬৮ রান করে নিজের সমালোচকদের যোগ্য জবাব দেওয়া হয় গিয়েছিল ঋদ্ধিমানের। উমরানের ওভার শেষ হওয়ার পর দলের হাল ধরেন রাহুল তেওয়াটিয়া এবং রশিদ খান। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২১ রান। মার্কো জেন্সনকে তেওয়াটিয়া একটি এবং রশিদ ৩ টি ছক্কা মেরে শেষ বলে দুরন্ত ভাবে ম্যাচ জিতিয়ে দেন। তেওয়াটিয়া অপরাজিত থাকেন ২১ বলে ৪০ রান করে। ১১ বলে ৩১ করে অপরাজিত থাকেন রশিদ।