ভারতকে ওয়ার্ল্ড লিডার আখ্যা দিয়ে প্রশংসায় মুখর হলেন UN প্রমুখ, কোনঠাসা হল পাক-চীন

Bangla Hunt Desk: সংযুক্ত জাতিসংঘের (UN) পরিচালন ব্যবস্থায় আবারও প্রশংসিত হল ভারত (India)। UN প্রমুখ অ্যান্টেনিও গুটয়েজ দক্ষ পরিচলন শক্তি এবং জলবায়ুর পরিবর্তনের বিষয়ে ভারতকে সবথেকে বড় পথপ্রদর্শক বলে অভিহিত করেছেন।

বৈশ্বিক মহাশক্তি হিসাবে দৃষ্টান্ত হতে পারে ভারত
UN প্রমুখ অ্যান্টনিও গেটেরেস বলেছেন, সম্পদের পরিচ্ছন্নতা এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে ভারত এক বৈশ্বিক মহাশক্তি হিসাবে দৃষ্টান্ত হতে পারে। বর্তমান দিনে মহামারি করোনা ভাইরাস এবং জলবায়ু সমগ্র বিশ্বের বুনিয়াদির উপর প্রশ্ন তুলছে। ভারত সঠিক পদ্ধতিতে এগিয়ে গেলে জলবায়ু পরিবর্তনের বিষয়ে সবদিক থেকে বৈশ্বিক মহাশক্তি হিসাবে দৃষ্টান্ত হতে পারে।

un

ভারতের লক্ষ্য ছিল দেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য অন্য কোন বিষয়ের উপর গুরুত্ব না দিয়ে শুধুমাত্র পরিচলন শক্তির নবীকরণের উপর গুরুত্ব আরোপ করা। এই পদ্ধতিতে গ্লোবাল ওয়ার্মিং এবং পরিবেশ দূষণ এড়ানোর পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও লাভবান হওয়া যাবে। আধুনিক পদ্ধতির প্রয়োগ করে ভারতের উদ্দ্যেশ্য ২০৩০ সালে ব্যবসার কেন্দ্রবিন্দু হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করা।

UN প্রমুখ অ্যান্টনিও গেটেরেস আরও জানিয়েছেন, ‘বর্তমান দিনে গোটা বিশ্ব সমস্ত রকম বাঁধা বিপত্তিকে উপেক্ষা করে সাহসীকতা মূলক পদক্ষেপ গ্রহণে এগিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে দক্ষ পরিচলন শক্তি এবং পথপ্রদর্শক হিসাবে এক যোগ্য নেতৃত্বের প্রয়োজন। এই কাজে আমি ভারতে নেতৃত্ব দেবার জন্য আহ্বান করছি’।

image 139

আতঙ্কবাদ ক্যান্সারের মত
UN স্থাপনের ৭৫ বছর পূর্তিতে এসে ভারতের কাছে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালনের সুযোগ এসেছে। এই পরিস্থিতিতে আতঙ্কবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (Subrahmanyam Jaishankar) জানিয়েছেন, ‘আতঙ্কবাদ ক্যান্সারের মত। যখন তখন কারো উপর এর প্রভাব পড়তে পারে। যেভাবে ঠিক বৈশ্বিক মহামারি সমগ্র মানবাজাতিকে প্রভাবিত করে’।

সেইসঙ্গে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পাকিস্তান এমন এক দেশ যারা নিজদের ব্যবসার জন্য আতঙ্কবাদের জন্ম দিয়েছে। সেইসঙ্গে নিজেদের আতঙ্কবাদগ্রস্থ দেখানোরও চেষ্টা করছে। তবে আতঙ্কবাদ কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং তাঁদের সমর্থকদের বিরুদ্ধে সংঘর্ষের কাজ জারী রয়েছে’।


Smita Hari

সম্পর্কিত খবর