বাংলাহান্ট ডেস্কঃ সমগ্র বিশ্বে করোনা ভাইরাস (COVID-19) আতঙ্ক সৃষ্টি করেছে। ইতিমধ্যেই বিশ্বের প্রায় ৬২ হাজার মানুষের মৃত্যু ঘটেছে এই মারণরোগের ফলে। বর্তমানে চীনের (Chaina) সৃষ্টিকারী এই রোগের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে বিভিন্ন দেশ। সম্প্রতি লন্ডনের ইন্টারন্যাশানাল কাউন্সিল অফ জুরিস্টসের পক্ষ থেকে সংযুক্ত রাষ্ট্র মানবাধিকারের কাছে চীনের নামে মানবিকতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়াও এরা আরও দাবী করে যে, এই রোগ সৃষ্টি করে বেজিং নিজেকে আরও শক্তিশালী প্রমাণ করতে চেয়েছে।
ICJK এর অধ্যক্ষ আদেশ সি আগরওয়াল (Adesh C Agarwal) বললেন, ‘করোনা ভাইরাসের বিষয়ে বিশ্বে না জানানো এবং এর প্রতিকারের ব্যবস্থা না করায় চীনের উপর গোটা বিশ্ব ক্ষিপ্ত হয়ে আছে। যার ফলে সমগ্র বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। ভারত তথা বিশ্বের বিভিন্ন দেশের লক্ষ লক্ষ মানুষ বর্তমানে বেরোজগার হয়ে গেছে। এই ভাইরাস সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়লেও চীনের সব জায়গায় কেন ছড়াল না এই ভাইরাস?
তিনি জেনেভার মানবাধিকার সংগঠনের কাছে দাবী জানায় যে, এই করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য চীন, উহান এবং তাঁদের সেনাবাহিনী দায়ী। যার কারণে সমগ্র বিশ্বে এই মহামারির সৃষ্টি হয়েছে। আগরওয়াল UN চার্সির কাছে দাবী জানায়, মারণ ভাইরাস ছড়িয়ে দেওয়ার চীন যেন সমগ্র বিশ্ব এবং ভারতের কাছে ক্ষমাভিক্ষা চায়। এটা প্রথমবার নয়, এর আগেও অনেকবার চীন তার কুকর্মের জন্য ভারত সহ সমগ্র বিশ্বকে সংকটে ফেলেছে।
এই সংকটের পরিস্থিতিতে বিশ্বের সমগ্র দেশ একত্রিত হয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলা করছে। এমনকি ভারতের সঙ্গে মিলিতভাবে বহু দেশ এই ভাইরাসের প্রতিকার খুঁজছে। এর আগে আমেরিকার প্রেসিডেন্ট এই ভাইরাসকে চিনি ভাইরাস বলে অভিহিত করেছিলেন। কিন্তু চীন তা অমান্য করে। উল্টে চীন দাবী করে আমেরিকা তার সেনাবাহিনীর মাধ্যমে চীনে এই ভাইরাস ছড়িয়ে দিয়েছে। এইভাবে ধীরে ধীরে চীনের উপর দেশ প্রতিবাদে সোচ্চার হয়ে উঠছে।