কলকাতা পুলিশের আপত্তিতে পাকিস্তানকে নিয়ে বিপাকে BCCI! আচমকাই গজালো বিপত্তি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিসিসিআইকে বড় রকম বিপত্তির মধ্যে ফেললো কলকাতা পুলিশ। তাদের তরফ থেকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে (CAB) জানিয়েছে যে ১২ নভেম্বর পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যে নির্ধারিত বিশ্বকাপ ম্যাচটির জন্য পর্যাপ্ত নিরাপত্তা মোতায়েন করা তাদের পক্ষে সম্ভব হবে না। কারণ হিসাবে তারা বলেছেন যে এই ম্যাচটি দীপাবলির সময় আয়োজিত হচ্ছে।

এই গুরুতর পরিস্থিতি সম্পর্কে জানতে পারার পরে, সিএবি কর্মকর্তারা ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (ICC) বিষয়টি সম্পর্কে জানিয়েছেন। তবে, সংশোধিত বিশ্বকাপের সময়সূচী আগামী সপ্তাহের মধ্যে প্রকাশিত হওয়ার কথা। তার মধ্যে ম্যাচটি নিয়ে পুনঃবিবেচনার সুযোগ রয়েছে কিনা তা দেখার বিষয়।

এই ব্যাপারে বোর্ড সচিব গত সপ্তাহে বক্তব্য রেখেছিলেন। বিসিসিআই সচিব জয় শাহ নয়াদিল্লিতে সাংবাদিকদের জানিয়েছিলেন যে আইসিসির “বেশ কিছু পূর্ণ সদস্য দেশ” ভারতীয় ক্রিকেট বোর্ডকে বিশ্বকাপের জন্য তৈরি সূচিতে দুই বা তিনটি তারিখ পরিবর্তন করার অনুরোধ জানিয়ে। তাই টুর্নামেন্টের সময়সূচী সংশোধন করে প্রকাশ করা হবে।

এর আগে টুর্নামেন্টের সঙ্গে জড়িত সুরক্ষা নিশ্চিতকারী কমিটি ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে ভেবে দেখার প্রস্তাব দিয়েছিল বিসিসিআইকে। আগের সূচি অনুযায়ী ১৫ তারিখ ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিনের পাশাপাশি নবরাত্রির প্রথম দিন এবং সেই সময় আহমেদাবাদের মানুষ থাকবে উৎসবের মেজাজে। একইসঙ্গে গড়বা-ও উদযাপন করবে গুজরাটের মানুষজন। এই ধর্মীয় অনুষ্ঠানগুলিকে কেন্দ্র করে মানুষের আবেগও থাকে অনিয়ন্ত্রিত। ফলে গোটা শহর জুড়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে পুলিশকে। এমন পরিস্থিতিতে ভারত পাকিস্তান ম্যাচের জন্য যথাযথ সুরক্ষার ব্যবস্থা করা বেশ কিছুটা কঠিন হয়ে পড়বে বলেই মনে করছে সুরক্ষা নিশ্চিতকারী কমিটি।

এমন পরিস্থিতিতে ভারত পাকিস্তান ম্যাচের জন্য যথাযথ সুরক্ষার ব্যবস্থা করা বেশ কিছুটা কঠিন হয়ে পড়বে বলেই মনে করছে সুরক্ষা নিশ্চিতকারী কমিটি। তবে বিসিসিআই গোটা ব্যাপারটি মাথায় রেখেই সূচি তৈরি করেছিলে বলে জানা যাচ্ছে। তবে এই পরিস্থিতিটি খতিয়ে দেখে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই হাই ভোল্টেজ ম্যাচটি আয়োজন হবে একদিন আগে অর্থাৎ ১৪ই অক্টোবর। এবার ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ নিয়েও তেমন হয় কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর